Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অধিনায়কত্বে আপত্তি নেই ‍মুশফিকের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ৬:৫৪ পিএম

আট মাস পর বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে মাঠে নামছেন মাশরাফি বিন মুর্তজা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ভাষ্যমতে জিম্বাবুয়ে সিরিজই হতে পারে অধিনায়ক হিসাবে মাশরাফি শেষ সিরিজ। আগামী বোর্ড সভার পর নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা হতে পারে। ‘কে হবে নতুন অধিনায়ক’- এই আলোচনা নতুন করে সামনে আনলেন মুশফিকুর রহিম।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন সাকিব আল হাসান নিষেধাজ্ঞার কারণে এই মুহূর্তে বিবেচনায় নেই। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরাও বিবেচনায় থাকছেন না বিভিন্ন কারণে। তরুণদের মধ্যে যাদের মধ্যে লিডারশিপ অনেকেই এখনো দলে নিয়মিত মুখ না। মুশফিকুর রহিম হতে পারেন সবচেয়ে যথাযথ বিকল্প। এর আগে ‘অধিনায়কত্ব করতে চাই না’ অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল।

অন্যদিকে মুশফিক জানিয়েছেন বিসিবি যদি তাকে অধিনায়ক হিসাবে দেখতে চায় তাহলে সে বিবেচনা করে দেখবে, ‘এটা (অধিনায়কত্ব) তো সম্মানের ব্যাপার, দেশকে নেতৃত্ব দেওয়া অনেক গর্বের। অনেকে তো চাইলেও পায় না। বিসিবি যদি আমাকে চায় অধিনায়ক হিসাবে তাহলে আমি ভেবে দেখতে পারি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ