Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়া কাপ নিয়ে গাঙ্গুলি-মানি মুখোমুখি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ৬:৪৩ পিএম

এ বছরের এশিয়া কাপ ক্রিকেট কোথায় হবে-সেটা নিয়ে গুঞ্জনের শেষ নেই। আয়োজক হিসেবে পাকিস্তানের নাম থাকলেও এটা অনেকটাই নিশ্চিত ভেন্যু দেশ পাল্টাবে। ঢাকায় এই টুর্নামেন্ট আয়োজনের গুঞ্জন থাকলেও সৌরভ গাঙ্গুলি দিয়েছেন ভিন্ন তথ্য। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রধান জানাচ্ছিলেন নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে সেপ্টেম্বরে হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই।

আইসিসির সভায় যোগ দিতে যাওয়ার আগে ইডেন গার্ডেনে সৌরভ যে তথ্য দিলেন তা মানতে নারাজ এহসান মানি। শনিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি বললেন- এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

পাকিস্তান অবশ্য চাইছে নিজ দেশেই এই টুর্নামেন্ট আয়োজন করতে। কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন ভারতের এনিয়ে প্রবল আপত্তি। কারণ রাজনৈতিক বৈরিতা বেশ কয়েক বছর ধরেই তারা খেলতে যাচ্ছে না পাকিস্তানে। নিকট ভবিষ্যতে এই জটিলতা অবসানেরও নেই কোনো ইঙ্গিত।

তারপরও হাল ছাড়ছে না দেশটি। বোর্ড প্রধান এহসান মানি যুক্তি দাঁড় করাচ্ছেন- কারণ, তাদের দেশে খেলে এসেছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। এহসান মানি বলেছেন, ‘সহযোগী সদস্য দেশগুলোর সুবিধার জন্যই এশিয়া কাপ আয়োজন করা হয়। সেটি মাথায় রেখেই সিদ্ধান্ত নেব আমরা। এশিয়ার দেশগুলোর স্বার্থের কথা মাথায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কয়েকটি বিকল্প রয়েছে আমাদের হাতে।’

মানির কথায় উঠে এসেছে করোনা ভাইরাস প্রসঙ্গও। যেটি গোটা বিশ্বের জন্যই বড় হুমকির নাম। পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান বলেন, ‘এশিয়ার ক্রীড়াঙ্গনে করোনা ভাইরাসের হুমকি হয়ে উঠছে। জাপানে অলিম্পিক আয়োজন নিয়ে শঙ্কার কথা শোনা যাচ্ছে। এশিয়া কাপ হবে সেপ্টেম্বরে। এখন ফেব্রুয়ারি। এই সময়ের মধ্যে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করলে আমাদের সেটার জন্য প্রস্তুত হতে হবে। এশিয়া কাপ কোথায় হবে সেটি পরেও আলোচনা করা যাবে।’

তার মানে ভেন্যু হিসেবে দুবাইকে সহজে মেনে নেবে না পাকিস্তান। শেষ পর্যন্ত ঢাকার মাঠে এশিয়া কাপ অনুষ্ঠিত হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ