বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। একজন বাস চাপায় অন্যজন ট্রলি উল্টে মারা যান। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে তালা উপজেলার বালিয়া ব্রীজ এলাকায় ও দুপুরে শহরের এসপি বাংলোর সামনে এসব দূর্ঘটনা ঘটে। দুপুরের ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, দুপুরে খুলনা থেকে সাতক্ষীরা গামী যাত্রীবাহী বাস শহরের পলাশপোল এসপি বাংলোর সামনে পথচারি গোলাপ রহমান (৪৫) কে চাপা দেয়। খবর পেয়ে পুলিশ বাসটি আটক করে।
অপরদিকে, সকালে তালা উপজেলার বালিয়া ব্রীজের পাশে গরু নিয়ে যাওয়ার সময় ইটের ট্্রলি উল্টে গনেশ ঘোষ (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গনেশ ঘোষ উপজেলার তেঘরিয়া গ্রামের কেষ্টপদ ঘোষের ছেলে। ঘটনার পরপরই ট্্রলি চালক পালিয়ে যায়। খেশরা ক্যাম্প ইনচার্জ ট্রলিটি আটক করে পুলিশ হেফাজতে নিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।