Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওমরাহ ও পর্যটন যাত্রীদের টাকা ফেরত দেবে বিমান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৪ এএম

করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কায় ওমরাহ পালন ও ভিজিট ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে সউদী সরকার। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে ওমরাহ যাত্রীদের নিচ্ছে না কোনো ফ্লাইট। সউদী সরকারের নিষেধাজ্ঞার কবলে পড়া ওমরাহ ও পর্যটন ভিসার যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সউদী আরব সরকার ওমরাহ ভিসা ও ভিজিট ভিসায় সউদী আরবে গমনে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। সে কারণে সউদী আরবের ভিজিট ভিসা/ওমরাহ ভিসায় গমনকারীরা অপাতত ভ্রমণ করতে পারবেন না। এসব ভিসাধারী যেসব যাত্রী বাংলাদেশ বিমানে ভ্রমণের জন্য টিকিট কিনেছেন চাইলে টাকা ফেরত নিতে পারেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিমান

১৩ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ