প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নানা ফিল্মি পলিটিক্সের কারণে গত দুই বছর ধরে আটকে ছিল শাকিব ও নুসরাত ফারিয়া অভিনীত সিনেমা শাহেনশাহ। নানা কারণ দেখিয়ে সিনেমাটির মুক্তি আটকে ছিল। এর সাথে শাকিবেরও পলিটিক্স ছিল বলে জানা যায়। অবশেষে সিনেমাটি আগামী ৬ মার্চ মুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রযোজনা প্রতষ্ঠান থেকে বেশ আগেই ঘোষণা করা হয়েছিল আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে এটি। কিন্তু হঠাৎ করেই মুক্তি এগিয়ে আনা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার চেয়ারম্যান সেলিম খান বলেন, শুধুমাত্র ঈদ উৎসবেই মুক্তির জন্য দুবছর ধরে সিনেমাটি আটকে রেখেছি। চূড়ান্ত সিদ্ধান্ত ছিল ঈদুল ফিতরে মুক্তি দেব। কিন্তু বেশ কয়েকজন হলমালিকের অনুরোধে হল বাঁচানোর স্বার্থে ৬ মার্চ মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। মুক্তির অনুমতি পেতে প্রযোজক পরিবেশক সমিতিতে আবেদন করেছি। তারাও ইতিবাচকভাবে নিয়েছেন আবেদনটি। তিনি বলেন, এরই মধ্যে প্রায় চল্লিশটি হলের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। আশা করছি, একশর কাছাকাছি হলে মুক্তি দিতে পারব শাহেনশাহ। সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।