মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দিল্লিতে চলমান সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী বিক্ষোভে সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বিবৃতি দিয়েছে ওআইসি।
বিবৃতিতে দিল্লিতে মসজিদ এবং মুসলিম মালিকানাধীন সম্পত্তি ভাঙ্গচুরের নিন্দা এবং এই জঘন্য কাজগুলির শিকার পরিবারের প্রতি আন্তরিক শোক প্রকাশ করেছে সংস্থাটি।
ভারত সরকারকে মুসলিম বিরোধী সহিংসতার জন্য প্ররোচনাদানকারী এবং অপরাধীদের বিচারের আওতায় আনা, মুসলিম নাগরিকদের সুরক্ষা এবং সারা দেশে ইসলামি পবিত্র স্থানসমূহের সুরক্ষা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছে ওআইসি।
ওআইসির এমন বিবৃতির নিন্দা জানিয়েছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র রাভিশ কুমার। তিনি বলেন, ভারতে মুসলিমদের উপর হিংসার যে অভিযোগ করেছে ওআইসি, তা দায়িত্বজ্ঞানহীন। দিল্লিতে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। সংগঠনগুলোর কাছে আর্জি জানাচ্ছি, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য থেকে বিরত থাকুন। উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থক ও বিরোধীদের মধ্যে গত তিনদিন ধরে চলা সংঘর্ষে এখন পর্যন্ত কমপক্ষে ৩৪ জনের (সর্বশেষ ৩৯) মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুই শতাধিক। হামলা চালানো হয়েছে বিভিন্ন ঘরবাড়ি ও দোকানপাটে।
দিল্লি পুলিশ ১৮টি এফআইআর করেছে, গ্রেফতার করা হয়েছে ১০৬ জন। দিল্লির প্রবীণরা বলছেন, ১৯৮৪-র শিখ-বিরোধী দাঙ্গার পরে শহরে সংঘর্ষে এত প্রাণহানির ঘটনা ঘটেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।