বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভারতের হিন্দুত্ববাদীদের সহিংসতা, মুসলিম গণহত্যা-নির্যাতন ও মসজিদ-মিনারে অগ্নিসংযোগের প্রতিবাদে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত মিছিল পরবর্তী এক সভায় বক্তারা বলেন, গুজরাটের কসাইখ্যাত নরেন্দ্র মোদী দিলির নিরীহ মুসলমানদের উপর ভয়াবহ হত্যাযজ্ঞ, ঘরবাড়ি এবং মসজিদে অগ্নিসংযোগ করে মুসলমানদের কলিজায় যে আঘাত দিয়েছে তা কুখ্যাত হিটলারকেও হার মানায়। আন্তর্জাতিক আদালতে কসাই মোদীর বিরুদ্ধে চূড়ান্ত বিচারের দাবী জানাচ্ছি। ভারতের উগ্র হিন্দু কর্তৃক মুসলমানদের হত্যা, নির্যাতন এবং মসজিদে অগ্নিসংযোগের মতো ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানানো ভাষা নেই। জেলা জমিয়তের সিনিয়র যুগ্ম আহŸায়ক শায়খুল হাদিস আব্দুল মালিক মোবারকপুরীর সভাপতিত্বে ও জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মাওলানা আাব্দুস সালাম ও সিলেট মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক সরকার এর যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সোবহানীঘাট মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল মুছব্বির, জেলা জমিয়ত নেতা মাওলানা মাহমুদ হোসাইন বড়বন্দী, মাওলানা ইব্রাহিম সালুটিকরী, মহানগর জমিয়তের অন্যতম নেতা মাওলানা খাইরুজ্জামান, ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারী এম. বেলাল আহমদ চৌধুরী, জমিয়ত নেতা মাওলানা হেলাল আহমদ, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় নেতা মীম সালমান প্রমুখ। সভাপতির বক্তব্যে মাওলানা মোবারক পুরী বলেন, গুজরাটের কসাইখ্যাত নরেন্দ্র মোদী দিলির নিরীহ মুসলমানদের উপর ভয়াবহ হত্যাযজ্ঞ, ঘরবাড়ি এবং মসজিদে অগ্নিসংযোগ করে মুসলমানদের কলিজায় যে আঘাত দিয়েছে তা কুখ্যাত হিটলারকেও হার মানায়। আন্তর্জাতিক আদালতে কসাই মোদীর বিরুদ্ধে চূড়ান্ত বিচারের দাবী জানাচ্ছি। প্রতিবাদ সভায় কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুল মালিক চৌধুরী বলেন, মুসলমানদের হত্যা, অগ্নিসংযোগ, নির্বিচারে নারী-পুরুষের রক্তে হুলি খেলে কসাই মোদী বাংলার জমিনে পা রাখার অধিকার হারিয়ে ফেলেছে। আগামী ১৭ই মার্চ আমরা মোদীকে বাংলার মাটিতে পা রাখতে দেবনা ইনশাআলাহ। জমিয়তে ইসলাম সিলেট জেলা ও মহানগর নগরীর সোবহানীঘাট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি কোর্ট পয়েন্ট হয়ে পূর্বজিন্দাবাজারে গিয়ে আবুতোরাব পয়েন্টে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।