Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

আর্সেনালের বিদায়, হতাশ কোচ

ইউরোপা লিগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ৩:৫৪ পিএম

ইউরোপা লিগের শেষ ৩২-এ অলিম্পিয়াকোসের বিপক্ষে হেরে ছিটকে যাওয়ায় হতাশ আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। তবে দলের খেলোয়াড়রা যেভাবে খেলেছে তাতে সন্তুষ্ট এই স্প্যানিয়ার্ড। গতকাল (বৃহস্পতিবার) দ্বিতীয় লেগে ঘরের মাঠে ২-১ গোলে হারে আর্সেনাল। এর আগে প্রথম লেগে অলিম্পিয়াকোসের মাঠে ১-০ গোলে জিতেছিল তারা। দুই লেগ মিলিয়ে ২-২ সমতা থাকায় অ্যাওয়ে গোলে শেষ ষোলোয় পৌঁছে অলিম্পিয়াকোস।

নির্ধারিত সময়ে ১-০ গোলে অলিম্পিয়াকোস এগিয়ে থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৩তম মিনিটে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। ছয় মিনিট পর সেট পিস থেকে গোল হজম করে বিদায় নেয় তারা।

ম্যাচের ফলাফল বেদনাদায়ক বলে মনে করেন আর্তেতা, ‘এটা নির্মম, চরম হতাশার। কিন্তু একই সঙ্গে আমি খেলোয়াড়দের নিয়ে গর্বিত। যদি আমরা এই পর্ব পেরিয়ে সামনে যেতে পারতাম তা দুর্দান্ত হতো। খেলোয়াড়রা যেভাবে খেলেছে তাতে তাদের ওপর আমার পুরো আস্থা আছে। কিন্তু ফলাফলটা বেদনাদায়ক।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ