বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভাষা শহীদ ও ভাষাসৈনিকদের রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধাদের মতো সম্মানী, ভাতা ও ভাষা আন্দোলনের স্মৃতি সংরক্ষণের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রিটটি ফাইল করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। ভাষার মাসের প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ সম্পূর্ণ বাংলায় রিটটি করা হয়। রিটে মন্ত্রিপরিষদ সচিব, সংস্কৃতি সচিব ও অর্থ সচিবকে বিবাদী করা হয়েছে। অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান এবং বিচারপতি কে.এম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চে আগামি সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে। পিটিশনে বলা হয়, বাংলা ভাষার মাধ্যমেই আমরা ভাব ও বাক প্রকাশ করি। আমাদের চিন্তা, বিবেক ও ভাব প্রকাশের স্বাধীনতা সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। আমাদের এই মৌলিক অধিকার যে বীর সন্তানদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, তাদের রাষ্ট্রীয় সম্মান, সম্মানী ও সম্মাননা দেয়া আমাদের পরম দায়িত্ব ও কর্তব্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।