নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
রিয়াল মাদ্রিদের হয়ে চারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন সার্জিও রামোস। চারবার লা লিগা, বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পদকও আছে তার। সম্প‚র্ণ দল অন্ত:প্রাণ বলেও খ্যাতি কুড়িয়েছেন সতীর্থদের মধ্যে। পরশু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পেছন থেকে গ্যাব্রিয়েল জেসুসকে ফেলে দিয়েছিলেন দলের বিপদ এড়াতেই। কিন্তু সেটি আইনসিদ্ধ না হওয়াতেই শাস্তি পেতে হয়েছে রামোসকে। ঠিকই ধরেছেন। মাঠে রামোসের শাস্তি পাওয়ার বলতে যে বিষয়টি চোখে ভেসে ওঠে সেটাই। লাল কার্ড দেখেছেন মাদ্রিদ অধিনায়ক।
রিয়ালের বিপদ তাতে আরও বাড়ল। শেষ ষোলো ফিরতি লেগে সিটির মাঠে পরীক্ষিত এ ডিফেন্ডারকে পাচ্ছে না মাদ্রিদের ক্লাবটি। জেসুস রিয়ালের বক্সে ঢোকার আগ মুহ‚র্তে তাকে ফাউল করেন রামোস। তবে সেটি লাল কার্ড দেখানোর মতো অপরাধ ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রিয়ালের খেলোয়াড়েরা। চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে চতুর্থবারের মতো লাল কার্ড দেখলেন স্প্যানিশ ডিফেন্ডার। ইউরোপের শীর্ষস্থানীয় এ ক্লাব প্রতিযোগিতার ইতিহাসে রামোসের সমান সংখ্যকবার লাল কার্ড দেখেছেন শুধু দুজন ফুটবলার-জলাতান ইব্রাহিমোভিচ ও এডগার ডেভিডস। ইব্রা খেলে চললেও ডাচ ডিফেন্ডার ডেভিডস ফুটবল ছেড়েছেন ছয় বছর আগে।
রামোসের ক্যারিয়ারে প্রথম লাল কার্ড ২০০৫ সালে এস্পানিওলের বিপক্ষে। রিয়ালের ইতিহাসে সর্বোচ্চ লাল কার্ড দেখা ৩৩ বছর বয়সী রামোস লা লিগার ইতিহাসেও রেকর্ডটির ভার বহন করছেন। এ নিয়ে ২৬তমবার লাল কার্ড দেখলেন তিনি। আর দুটি লাল কার্ড দেখলে তিনি টপকে যাবেন নিস ও মার্শেইয়ের সাবেক মিডফিল্ডার সিরিল রুলকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৭বার লাল কার্ড দেখেছেন রুল। সর্বোচ্চ লাল কার্ড দেখার রেকর্ড কলম্বিয়ার সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার জেরার্ডো বেদোয়ার। দেশ ও ক্লাবের হয়ে ২০ বছরের ক্যারিয়ারে রেকর্ড ৪৬বার লাল কার্ড দেখেছেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।