Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিটিভি সংবাদে পরিবর্তনের ছোঁয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

দেশের একমাত্র রাষ্ট্রীয় টেলিভশন চ্যানেল বিটিভির সংবাদে পরিবর্তনের ছোঁয়া এখন দৃশ্যমান। একটা সময় সকল গণমাধ্যমে সংবাদ প্রচারের অনেক পরে তা বিটিভিতে প্রচার হতো। এখন বদলে গেছে সে দৃশ্যপট, ব্রেকিং নিউজ থেকে শুরু করে প্রচার হচ্ছে বৈচিত্রময় নানা সংবাদ। সংবাদের মান উন্নয়নের পাশাপাশি সংবাদ উপস্থাপনায়ও এসেছে পরিবর্তন। একঘেয়েমি দূর করতে মেধাবী ও যোগ্যদের দিয়েই পাড়ানো হচ্ছে সংবাদ। পাশাপাশি কোন অশুদ্ধ ও আঞ্চলিকতার উচ্চারণ এখন প্রচার অনুপযোগী বিটিভি সংবাদে। বার্তা শাখায় কর্মরত রিপোর্টারদেরও দেয়া হচ্ছে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ। জানা যায়, বিটিভিতে এই প্রথম অনুপ কুমার খাস্তগীর নামের একজন পেশাদার সাংবাদিককে বিটিভির উপ-মহাপরিচালক (বার্তা) হিসেবে নিযুক্ত করার পর থেকে এ পরিবর্তন দেখা যাচ্ছে। বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে অনুপ কুমার খাস্তগীরকে বিটিভিতে সংযুক্তি দেওয়া হয় ৫ মাস আগে। তিনি যোগদানের পর থেকেই সংবাদের মান উন্নয়নে নিয়মিত সাপ্তাহিক মিটিং , নিউজ মনিটরিং, গ্রাফিক্স ও অ্যানিমেশন-এর উপর জোর দেওয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিটিভি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ