Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গি প্রতিরোধে ঐক্যবদ্ধ হোন : ফাহমী গোলন্দাজ বাবেল

প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

গফরগাঁও উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের এমপি ফাহমী গোলন্দাজ বাবেল এমপি বলেছেন, জঙ্গি প্রতিরোধ রোধে আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করি। তাহলেই জঙ্গি প্রতিরোধ হবে। তিনি বলেন, ছেলেরা ঠিকমত লেখা-পড়া করে কিনা তা অভিভাবকদের এখন থেকে খেয়াল রাখতে হবে। ইতোমধ্যেই ঢাকার গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়া জঙ্গিদের হামলায় দেশী-বিদেশী নিরীহ লোকদের জীবন দিতে হয়েছে। এর জন্য আমি নিহতের জন্য সমবেদনায় ও গভীর শোক জানাই। তিনি গত শুক্রবার গফরগাঁও প্রেসক্লাব আয়োজনে স্থানীয় ডাকবাংলোর সবুজ চত্বরে গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি মোঃ আবদুল্লাহ আল-আমিন বিপ্লব গত ৪ জুন/১৬ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত ও প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মোঃ মাছুদুজ্জামান মাসুদ চরআলগী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় গফরগাঁও প্রেসক্লাবের উদ্যোগে এই দু’জন সাংবাদিককে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফাহমী গোলন্দাজ বাবেল এমপি এ কথা বলেন। গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি কান্দিপাড়া ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সীপাল শফিকুল কাদিরের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, সহকারী কমিশনার শেখ শামসুল আরেফিন, জাতীয় সংসদ্যের একান্ত সচিব মাসুদ হোসেন সোহেল, দৈনিক খবর প্রতিনিধি আজিম উদ্দিন মাস্টার, গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল্লাহ আল-আমিন বিপ্লব, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক শফিউল আলম মারুফ প্রমুখ। ফাহমী গোলন্দাজ বাবেল এমপি আরও বলেন, সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সকল সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি। এর জন্য সকল সাংবাদিকদের ধন্যবাদ জানাই।
এ ছাড়া তিনি জনপ্রতিনিধিকে বলেন, সততা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। তাহলে দেশ ও জাতি উন্নতি হবে।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গি প্রতিরোধে ঐক্যবদ্ধ হোন : ফাহমী গোলন্দাজ বাবেল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ