নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বড় জয় পেয়েছে মুলতান সুলতান্স। বুধবার রাতে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পেশোয়ার জালমিকে ৬ উইকেটে হারিয়েছে মুলতান। টস জিতে মুলতান প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় পেশোয়ারকে। ব্যাট করতে নেমে পেশোয়ার জালমি ১৮.৩ ওভারে ১২৩ রানে অলআউট হয়ে যায়। হায়দার আলী ২৭ বলে করেন সর্বোচ্চ ৪৭ রান। লিয়াম ডাউসন ২৩ ও কামরান আকমল ১৫ রান করেন। পেশওয়ারের ইনিংসে ধ্বস নামান মুলতানের বাঁহাতি মিডিয়াম ফাস্ট বোলার সোহেল তানভীর। তিনি ৩.৩ ওভারে মাত্র ১৩ রানের খরচায় শিকার করেন ৪ উইকেট।
জবাবে মুলতান সুলতান্স ১৪.৫ ওভারে ৪ উইকেটে ১২৪ রান করে বড় জয় তুলে নেয়। রাইলি রুশো ৪২ বলে ৪৯ রানে এবং খুশদিল শাহ ২৯ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন। পেশোয়ারের ওহাব রিয়াজ ৩৬ রানে পান ২ উইকেট। ম্যাচসেরা নির্বাচিত হন মুলতানের সোহেল তানভীর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।