পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের সবচেয়ে প্রাচীন এবং বৃহৎ পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর দ্বিবার্ষিক (২০২০-২১ মেয়াদের) নির্বাচনে আওয়ামী লীগের দুটি প্যানেল এবং বিএনপির একটি প্যানেলে ত্রিমুখি লড়াইয়ে উত্তেজনা বিরাজ করছে। আজ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে সারা দেশে আইইবি’র ১৮টি কেন্দ্র, ৩২টি উপকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এউপলক্ষে আইইবি নির্বাচনের নির্বাচন কমিশন ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
গত দুইবার আইইবির নির্বাচন নিয়ে তেমন একটা উত্তেজনা না থাকলেও এবার ব্যাপক উত্তেজনা ও সাধারণ ভোটারদের আগ্রহের উচ্ছ্বাস বিরাজ করছে। এবার প্রকৌশলীরা আইইবিকে রাজনীতি মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করছেন।
আইইবি সদর দফতরে ১০টি পদের বিপরীতে ৪২ জন প্রার্থী, ২৭টি কেন্দ্রীয় কাউন্সিল মেম্বার পদের জন্য ১৮০ জন, ৭টি বিভাগীয় কমিটির ৮৮টি পদের বিপরীতে ১৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আইইবি ঢাকা কেন্দ্রের ৪টি পদের বিপরীতে ৯জন এবং ৩০টি লোকল কাউন্সিল মেম্বার পদের বিপরীতে ১১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইঞ্জিনিয়ার্স রিক্রেশন সেন্টার, ঢাকায় ১২টি পদের বিপরীতে ২২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ৪টি পদের বিপরীতে ১৪ জন এবং ৮টি লোকল কাউন্সিল মেম্বার পদের বিপরীতে ৫১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইঞ্জিনিয়ার্স রিক্রেশন সেন্টার, চট্টগ্রামে ৮টি পদের বিপরীতে ১০জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আইইবি খুলনা কেন্দ্রের ৪টি পদের বিপরীতে ৬ জন এবং ১৯টি লোকল কাউন্সিল মেম্বার পদের বিপরীতে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আইইবি রাজশাহী কেন্দ্রের ৪টি পদের বিপরীতে ১০ জন এবং ২১টি লোকল কাউন্সিল মেম্বার পদের বিপরীতে ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৮,৮০৮ জন।
আইইবি সূত্রে জানা যায়, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রকৌশলীদের প্যানেলের প্রেসিডেন্ট পদে প্রকৌশলী মো. নুরুল হুদা এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. শাহাদাত হোসেন (শীবলু)। ভাইস-প্রেসিডেন্টের চারটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- মোহাম্মদ হোসাইন, খন্দকার মনজুর মোর্শেদ, মো. নুরুজ্জামান, এসএম মনজুরুল হক মঞ্জু। সহকারী সাধারণ সম্পাদকের তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মো. রনোক হাসান, শেখ তাজুল ইসলাম তুহিন, মো. আবুল কালাম হাজারী ও প্রতীক কুমার ঘোষ।
আওয়ামী লীগ সমর্থিত আরেকটি প্যানেল স্বাধীনতা ও উন্নয়ন ধারার প্যানেলে সভাপতি পদে বুয়েটের সাবেক ভিসি ড. প্রকৌশলী মো. নজরুল ইসলাম ও সম্মানী সাধারণ সম্পাদক পদে মো. মামুনুর রশিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস-প্রেসিডেন্টের ৪টি পদের দুটিতে এ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতাতা করছেন। তারা হলেন, আবদুর রাজ্জাক ও মো. সাহাদাত হোসাইন (শেলী)। সহকারী সাধারণ সম্পাদকের ৪টি পদের মধ্যে ৩টিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ প্যানেল থেকে। প্রতিদ্বন্দ্বিরা হলেন- সাইদা রাফিয়া নাজ (লিপি), আবুল কাশেম আকন (সীমান্ত) ও শাহিনুজ্জামান অরুন। ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান পদে এলজিইডির প্রকল্প পরিচালক আমিনুর রশিদ চৌধুরী মাসুদ।
আইইবিকে ঐক্যবদ্ধ ও সত্যিকার পেশাজীবী হিসেবে গড়ে তোলার স্লােগানে ঘোষিত বিএনপি সমর্থিত প্যানেলে প্রেসিডেন্ট পদে প্রকৌশলী মো. মাহমুদ হোসাইন এবং সাধারণ সম্পাদক পদে মিয়া মোহাম্মদ কাইউম প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস-প্রেসিডেন্টের ৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মো. আবদুর রউফ, খান মনজুর মোর্শেদ, অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম ও শেখ আল-আমিন। সহকারী সাধারণ সম্পাদকের ৪টি পদে প্রতিদ্বন্দ্বিতাকরছেন, এসএম গালিব, কেএম আসাদুজ্জামান, মোহাম্মদ মাহবুব আলম ও নিয়াজ উদ্দিন ভূঁইয়া।
আইইবি কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান প্রকৌশলী হামিদুল হক বলেন, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সারা দেশে এক যোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা এ জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। ভোটারা যেন শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদান করতে পারেন সেই জন্য পর্যন্ত সংখ্যক বুথ থাকবে। তিনি আরো বলেন, নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে চার প্লাটুন পুলিশ মোতায়েন থাকবে।
এর পাশাপাশি আনসার, স্কাউটসহ সেচ্ছাসেবক থাকবে। নির্বাচনে ভোটাররা ওএমআর সিটের মাধ্যমে ভোট প্রদান করবেন। ভোট গ্রহণ শেষে মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।
প্রেসিডেন্ট পদে বুয়েটের সাবেক ভিসি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মামুনুর রশিদ; দুটি পদে ভাইস-প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, শাহাদাত হোসেন শেলী। সম্মানী সহকারী সাধারণ সম্পাদকের চারটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সাইয়্যেদা রাফিয়া নাজ লিপি, আবুল কাশেম আকন সীমান্ত, শাহীনুজ্জামান অরুণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।