Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গিবাদ নাশকতা রুখতে হবে -প্রতিমন্ত্রী কে এম খালিদ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ৯:২৯ পিএম

সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্য দিয়ে জঙ্গিবাদ ও নাশকতা রূখতে হবে।জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনার আয়োজন করাটা ভাল কাজ। এতে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে। সুশিক্ষায় এগিয়ে যাবে শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।বুধবার(২৬ ফেব্রুয়ারি) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর ডিডিএম উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বৃত্তি প্রকল্প হতে ২০১৯ সালের এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্মপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ সামিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী,উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান। আরো বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ন আহবায়ক রেজাউল আলম রেজা.শ্রীপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম মন্জু ও প্রধান শিক্ষক শিরিন মোছাঃ শামসাদ বেগম। প্রধান অতিথি আরো বলেন মুজিব বর্ষে সকল অপসংস্কৃতি দুর করা হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাষার সংগ্রামে শহীদ ও নিহত এমপি মন্জুরুল ইসলাম লিটন এবং গোলাম মোস্তফা আহমেদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রতিমন্ত্রী বলেন দেশ এগিয়ে যাচ্ছে। এ অগ্রগতি কেউ রুথতে পারবেনা। প্রতিমন্ত্রী তার বক্তব্যের আগেই জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।



 

Show all comments
  • Ismile ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩২ এএম says : 0
    দেশবাসী বলে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে জঙ্গি নাই.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কে এম খালিদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ