Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজীর আহম্মদের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

নোয়াখালী ব্যুরো : নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক চলমান নোয়াখালীর সম্পাদক রুদ্র মাসুদের পিতা রক্ষ্মীবাহিনীর গুলিতে নিহত বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজীর আহম্মদের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ রোববার । এ উপলক্ষে পরিবারের পক্ষ বেগমগঞ্জ উপজেলার মীর আলীপুর গ্রামের মরহুমের বাড়িতে বাদ আছর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি মরহুমের সকল সহযোদ্ধা ও শুভানুধ্যায়ী সকলের কাছে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন তাঁর পরিবার।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধে একজন সক্রিয় অংশগ্রহণ এবং স্বাধীনতা পরবর্তীকালে জাসদ রাজনীতির সাথে যুক্ত হন ইঞ্জিনিয়ার নজীর আহম্মদ। জাসদের গণবাহিনীর একজন সদস্য ছিলেন তিনি। ১৯৭৫ সালের ১০ জুলাই বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগে রক্ষীবাহিনী তাঁকে গুলি করে হত্যা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজীর আহম্মদের মৃত্যুবার্ষিকী আজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ