Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০৩ মিটার পিৎজা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

বিশ্বখ্যাত যে সব স্টেডিয়ামে দাপিয়ে বেড়াতে দেখা যায় রোনাল্ডো, মেসিদের, সেই সব স্টেডিয়ামের দৈর্ঘ্য যা হয়ে থাকে, সে মাপেরই পিৎজা বানিয়েছে অস্ট্রেলিয়ার এক ইতালিয় রেস্তোরাঁ। তাদের বানানো পিৎজাটির দৈর্ঘ্য ১০৩ মিটার।

গত বছর থেকেই এ বিশ্ব সাক্ষী থেকেছে বেশ কয়েকটি দাবানলের। তার মধ্যে সম্প্রতি অস্ট্রেলিয়ায় দাবানল ভয়াবহ আকার ধারণ করেছিল। সেই আগুনের জেরে বাস্তুহীন হয়েছে বহু জীবজন্তু। আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন দেশের মানুষ। ক্ষতিগ্রস্তদের অর্থসাহায্য করতেই ১০৩মিটার লম্বা পিৎজা বানিয়েছে ওই ইতালিয় রেস্তোরাঁ।

সেই পিৎজা বানাতে পেলিগ্রিনি রেস্তোরাঁর সময় লেগেছে চার ঘণ্টা। তাদের মতে এই পিৎজা থেকে করা যাবে চার হাজার সøাইস। এই পিৎজা তৈরির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিয়ে উৎসাহ দেখা গেছে বিভিন্ন দেশের মানুষের মধ্যে। সূত্র : সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ