রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৯ জন মুক্তিযোদ্ধা বয়স, সনদপত্র ও ভারতীয় তালিকায় নাম থাকা না থাকাসহ বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘ ৯ মাস ধরে ভাতা উত্তোলন করতে না পারায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ভাতা বন্ধ থাকা কয়েকজন মুক্তিযোদ্ধা জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের একটি চিঠির পরিপ্রেক্ষিতে সেপ্টেম্বর-২০১৫ থেকে ৯ মাসের আমাদের ভাতা বন্ধ থাকায় আমরা নানাবিধ সমস্যার মধ্য দিয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি। ভাতা স্থগিত থাকা শিবগঞ্জ পৌর এলাকার কোর্ট বাজারের মুক্তিযোদ্ধা নুরুল হক জানান, পরিপত্র অনুযায়ী আমার বয়স মাত্র ৪ দিন কম হওয়ায় ৯ মাস ধরে ভাতা উত্তোলন করতে না পেরে অনাহারে অসুস্থ অবস্থায় মানবেতর জীবনযাপন করছি। তিনি জানান, কোনোদিন ভাবিনি যে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও শেষ বয়সে সামান্য কারণে ভাতা আটকে যাওয়ায় টাকার অভাবে আমাকে বিনা চিকিৎসায় মরণের সাথে লড়তে হবে। বিছানায় শুয়ে শুয়ে এখন মুক্তিযোদ্ধা পরিচয় দিতেই যেন লজ্জাবোধ করি। তিনিসহ আরো কয়েকজন মুক্তিযোদ্ধা জানান, উপজেলার মনাকষা ইউনিয়নের মুক্তিযোদ্ধা জিন্নুর রহমান দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে কিছুদিন আগে মারা গেছেন। তার পরিবার এখন প্রায় অনাহারে মানবেতর জীবনযাপন করছে। শুধু তারা দু’জনই নয় অন্যান্য মুক্তিযোদ্ধাদেরও একই ভাষ্য। এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলার রহমান সনু জানান, মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের বয়স ১৩ বছর হতে হবে, প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত সনদ থাকতে হবে, ভারতীয় তালিকায় নাম থাকতে হবে। এ সমস্ত ত্রুটির কারণে শিবগঞ্জে ২৯ জন মুক্তিযোদ্ধার ভাতা স্থগিত রয়েছে। তবে ১৭ জনের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। বাকিগুলোর জন্য সুপারিশমূলক রেজুলেশনের কপি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এব্যাপারে উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চলতি বছরের ৩১ জানুয়ারি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের একটি পরিপত্রে মুক্তিযোদ্ধাদের বয়স, সনদপত্রসহ বিভিন্ন কাগজপত্রে ত্রুটি রয়েছে তাদের মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন স্থগিত করার জন্য নির্দেশ দেয়া হয়। সেই মোতাবেক উপজেলায় মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই করার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের একজন প্রতিনিধি, সংসদ সদস্য, প্রতিনিধি, থানা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা সমাজসেবা অফিসারসহ ৫ জন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের মাধ্যমে তাদের সমস্ত কাগজপত্র যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের নির্দেশ দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।