রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
আড়াইহাজার থেকে নিখোঁজের ৪ দিন পর টেক্সটাইল ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার রাজিব (২৮)-এর লাশ দাউদকান্দি থানার গৌরিপুর তদন্ত কেন্দ্রের পুলিশ উদ্ধার করে। গত শুক্রবার সকালে গৌরিপুর এলাকার দক্ষিণ চেন্নাই রাস্তার পাশে একটি ব্রিজের নিকট থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত গোলাম সরোয়ার রাজিব আড়াইহাজার উপজেলার সাত গ্রাম ইউনিয়নের পুরিন্দা গ্রামের গোলাম হোসেন রতনের ছেলে। সে এ বছর ঢাকা ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছে। সাত গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদ জানান, গত ৫ জুলাই তার বাড়ি পুরিন্দা থেকে কে বা কারা রাজিবকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। এর পর থেকে রাজিব নিখোঁজ হয়। এর পর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে গত শুক্রবার গৌরিপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ওই এলাকা থেকে লোক মারফত খবর পেয়ে তার লাশটি উদ্ধার করে। লাশের পাশে রাজিবের বিশ্ববিদ্যালয়ের একটি আইডিকার্ড পায় পুলিশ। এই কার্ডের সূত্র ধরে নিহতের স্বজনেরা গৌরিপুর গিয়ে লাশ সনাক্ত করেন। নিহতের বাবা গোলাম হোসেন রতন জানান, সারাজীবন কষ্ট করে ছেলেকে ইঞ্জিনিয়ারিং পাস করাইলাম। এখন সেই ছেলের লাশ পাইলাম। নিহত রাজিবরা ছিল ১ ভাই ও ১ বোন। তার বাবা গোলাম হোসেন রতন পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত ছিলেন। কিছু দিন আগে অবসর নিয়েছেন। মা নুরজাহান বেগম এখনও পরিবার-পরিকল্পনা বিভাগে কর্মরত আছেন। তার বোন রানী বেগম নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তার এই অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। লেখাপড়া শেষে চাকরির সন্ধানে ছিল রাজিব। এর আগেই না ফেরার দেশে চলে যেতে হলো তাকে। গত শুক্রবার বিকালে জানাযা শেষে তাকে সামাজিক গোরস্থানে দাফন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।