Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদকাসক্ত জামাইয়ের কুঠারের কোপে শ্বশুর নিহত

প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মো. বেলাল(২২)নামে এক মাদকাসক্ত জামাইয়ের হাতে কুঠারের কোপে চাচা শ্বশুর নিহতসহ এক ফুপা শ্বশুর গুরুতর আহত হয়েছেন। নিহত চাচা শশুরের নাম মো. আব্দুর রহিম(৫০) এবং আহত ফুপা শ্বশুরের নাম মো. ফারুক হোসেন(৪৫)। গত বুধবার ইশার নামাজের পর উপজেলার দক্ষিণ সোহাগদল গ্রামের সুতারবাড়ী এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকা- ঘটেছে। এ ঘটনায়, নিহতের ভাই আঃ রব খলিফা থানায় বাদী হয়ে মামলা করলে পুলিশ অভিযুক্ত বেলালের পিতা মো. শাহাদাৎ হোসেন ও মাতা ফুলসোনা বেগম কে গ্রেফতার করে কোর্টে চালান করেছেন। হাসপাতালে আহত ফারুক হোসেনের স্ত্রী এবং নিহত (আব্দুর রহিম)-এর বোন ফাতেমা জানায়, আনুমানিক গত দু’বছর আগে তাদের ভাই মনিরুজ্জামান বাদশা ওরফে কালু এর মেয়ে বৃষ্টির একই গ্রামের, মো. শাহাদাতের ছেলে বেলালের সাথে বিয়ে হয়। বছর যেতে না যেতেই তারা (স্বামী বেলালসহ শ্বশুর বাড়ির লোক) বৃষ্টিকে মারধর করত। প্রায়ই বেলাল নেশা করে বাড়িতে এসে বৃষ্টিকে শারিরীকভাবে নির্যাতন চালিয়ে আসত। এ ঘটনায় তারা স্থানীয় সালিশ মীমাংসার মাধ্যমে বিষয়টি সুরাহা করার চেষ্টা করে আসলেও বন্ধ হচ্ছিল না বৃষ্টির উপর স্বামীর অমানসিক নির্যাতন। উপায়ান্তু না পেয়ে এক পর্যায়ে স্বামী বেলালের কাছ থেকে মেয়েকে দূরে সরিয়ে রাখার জন্য পিতা মনিরুজ্জামান কালু এবছর রমজানের প্রথম দিকে বৃষ্টিকে ঢাকায় নিয়ে বাসা বাড়া করে পরিবার নিয়ে বসবাস করতে থাকে। গত বুধবার মেয়ে বৃষ্টি গ্রামের বাড়িতে আসে। বেলাল এ খবর জানতে পেরে স্ত্রী বৃষ্টিকে নিতে আসলে মেয়ে পরিবার বাধা দেয়। এতে উভয়ের মধ্যে বাকবিত-তায় জড়িয়ে যায়। এক পর্যায়ে বেলালের পরিবারের সাথে মেয়ের পরিবারের মারপিট শুরু হলে, বেলাল হাতে কুঠার নিয়ে তেড়ে এসে এলোপাতারি কোপ দিলে কোপের আঘাতে বেলালের চাচা শ্বশুর আব্দুর রহিম ও ফুপা শ্বশুর ফারুক হোসেন গুরুতর জখম হন। আহতদের উপজেলা প্রধান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন এবং আহত অপরজনকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি নিয়েছেন। ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশিদ জানান, বেলাল অত্যাধিক বাজে ও দুষ্ট প্রকৃতির লোক, ঘটনাটি তিনি শুনেছেন। নেছারাবাদ থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনায় বেলালের পিতা মাতাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত বেলাল পলাতক আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদকাসক্ত জামাইয়ের কুঠারের কোপে শ্বশুর নিহত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ