Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাষা শহীদদের স্মরণে কবিতা উৎসব

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

‘কাব্যিক ঋদ্ধতায় মানবিক শুদ্ধতা’ শ্লোগানকে লালন করে ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে রাজবাড়ীর গোয়ালন্দে গত রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো কবিতা উৎসব। স্থানীয় সামাজিক সংগঠন ‘একজ’ এ আয়োজন করে।
গোয়ালন্দ শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে উৎসবের শুভ সূচনা করেন একজ জাগরণের আহবায়ক সুজন সরওয়ার। গোয়ালন্দের সংস্কৃতি অঙ্গনের শিল্পীদের সমবেতে কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে উৎসব শুরু হয়। এবারের আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা, চট্টগ্রাম, কুষ্টিয়া, গোপালগঞ্জ, মাদারীপুর, মাগুরা, বাগেরহাট, ফরিদপুর, শরিয়তপুর, সাতক্ষীরা জেলার দেশ বরেণ্য আবৃত্তি শিল্পীসহ স্বনামধন্য আবৃত্তি সংঠন। একে একে উৎসবে আবৃতি পরিবেশন করেন দেশ বরেণ্য আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফা (ঢাকা), আবৃত্তি শিল্পী মাসকুর এ সাত্তার কল্লোল (ঢাকা), আবৃত্তি শিল্পী ইকবাল আহমেদ (ঢাকা), মাসুম আজিজুল বাসার, সভাপতি ত্রিলোক বাচিক পাঠশালা (ঢাকা), নাঈমা রুম্মান, সভাপতি কন্ঠশৈলী (ঢাকা) প্রমুখ। একজের আহ্বায়ক সুজন সরোয়ার বলেন, সুস্থ সাংস্কৃতিক চর্চায় তাদের এ প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাষা শহীদ

১১ ফেব্রুয়ারি, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২২
১৯ ফেব্রুয়ারি, ২০২২
১৮ ফেব্রুয়ারি, ২০২২
১৭ ফেব্রুয়ারি, ২০২২
১৬ ফেব্রুয়ারি, ২০২২
১৫ ফেব্রুয়ারি, ২০২২
১৪ ফেব্রুয়ারি, ২০২২
১৩ ফেব্রুয়ারি, ২০২২
১২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ