Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হ্যারি-মেগানের এক পোস্টেই আয় হবে ৮৫ হাজার পাউন্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

সাসেক্সের ডিউক ও ডাচেস পদ ৩১ মার্চ আনুষ্ঠানিকভাবে ছাড়ছেন হ্যারি ও মেগান। এরপর সাসেক্স রয়েল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি থেকে তাদের বিপুল পরিমাণ টাকা পাওয়ার ধারণা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের নাতি প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল ‘সিনিয়র রয়্যাল’ উপাধি গ্রহণ না করে স্বাবলম্বী হয়ে বেঁচে থাকতে চান বলে গত জানুয়ারিতে খবর প্রকাশ হয়। ফলে রাজপরিবারের হয়ে দায়িত্ব পালনের জন্য যে অর্থ তারা পেতেন সেটা আর পাবেন না। রাজকীয় জীবন ছেড়ে কানাডায় সাধারণ প্রবাসী হিসেবে কীভাবে তাদের সংসার চলবে এ নিয়ে এখন জল্পনা-কল্পনা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষজ্ঞরা তাদের আয়ের উপায় বাতলে দিচ্ছেন। তারা বলছেন, তারা চাইলে ইনস্টাগ্রামে একেকটি পোস্ট দিয়েই ৮৫ হাজার পাউন্ড বা প্রায় ৯৪ লাখ টাকা করে আয় করতে পারবেন। ১ কোটি ১২ লাখ ফলোয়ার রয়েছে সাসেক্স রয়েল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টিতে। হ্যারি ও মেগান এটিকে নিজেদের বিভিন্ন দাতব্য কর্মস‚চির প্রচারণা ও পারিবারিক খবরাখবর প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকেন। অবশ্য রাজপরিবার ছাড়ার পর এ থেকে ‘রয়েল’ শব্দটি বাদ যাবে কি না, তা এখনও তারা বলেননি। অ্যানালাইটিক্যাল প্ল্যাটফর্ম ‘ইন্সপায়ার মি’ জানিয়েছে, এ মাসই রাজপরিবারের দায়িত্ব পালনের শেষ মাস। এ মাসে প্রতিটি পোস্ট থেকে ৮৫ হাজার ২৭১ পাউন্ড করে পাওয়ার সম্ভাবনা হ্যারি-মেগানের। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ