Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ফ্রেন্ডস’ রিইউনিয়ন স্পেশালে ফিরছে পুরো কাস্ট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

জেনিফার অ্যানিস্টন, কোর্টনি কক্স, লিসা কুড্রো, ম্যাট লেব্ল্যাঙ্ক, ম্যাথিউ পেরি এবং ডেভিড শুইমার নামগুলো একসঙ্গে উচ্চারিত হলেই সবার চোখের সামনে ভেসে উঠবে জনপ্রিয় সিটকম টিভি সিরিজ ‘ফ্রেন্ডস’-এর নাম। ১৯৯৪ সালের সেপ্টেম্বর থেকে ২০০৪ সালের মে মাস পর্যন্ত এরাই ছিলেন ‘ফ্রেন্ডস’-এর অবিচ্ছেদ্য অংশ। অনেক জল্পনা কল্পনা হলেও শেষ পর্যন্ত অতি আকাঙ্ক্ষিত ‘ফ্রেন্ডস’ পুনর্মিলন সম্ভব হয়নি। অবশেষ তাই ঘটতে যাচ্ছে এবার। এইচবিও ম্যাক্সের জন্য এদের নিয়ে ‘ফ্রেন্ডস’-এর রিইউনিয়ন স্পেশাল পর্ব নির্মিত হবে। এই অনির্ধারিত নামের পর্বটির জন্য তারকারা প্রত্যেকে ২.৫ মিলিয়ন ডলার করে সম্মানী পাবেন। পর্বটির চিত্রনাট্য এখনও লেখা হয়নি। বর্তমানে সিরিজটির প্রচারস্বত্ত্ব নেটফ্লিক্সের হলেও ২৩৬টি পর্ব এইচবিও ম্যাক্স স্ট্রিমিং সার্ভিসে পাওয়া যাবে। বেন উইনস্টন বিশেষ পর্বটি পরিচালনা করবেন, তিনি কেভিন ব্রাইট, মার্টা কফম্যান এবং ডেভিড ক্রেনের সঙ্গে নির্বাহী প্রযোজনা করবেন। অ্যানিস্টন, কক্স, লেব্ল্যাঙ্ক, পেরি, এবং শুইমারও নির্বাহী প্রযোজনা করবেন। একটি নিরপেক্ষ বাজার গবেষণা প্রতিষ্ঠানের জরিপে ‘ফ্রেন্ডস’ নেটফ্লিক্সের সবচেয়ে দর্শকপ্রিয় টিভি শোয়ের একটি। নতুন পর্ব নির্মাণের খবরটি প্রকাশ হবার পর সিরিজটি দেখার হার তিনগুণ হয়ে গেছে। ‘ফ্রেন্ডস’ প্রাথমিকভাবে এনবিসি নেটওয়ার্কে প্রচারিত হত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিইউনিয়ন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ