Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তামিমকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ৬:৩৭ পিএম

সতীর্থ তামিম ইকবালকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ডাবল সেঞ্চুরিতে পৌঁছানোর দিনেই মুশফিক ছুঁয়ে ফেলেন তামিমের বিশেষ রান ক্লাব। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক এখন মুশফিকুর রহিম।

এতোদিন তামিম ইকবালের দখলে থাকা দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার প্রথম স্থান আজ নিজের করে নিলেন মুশফিকুর রহিম।

চলমান ঢাকা টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরিতে পৌঁছানোর পথে তামিমকে রান সংগ্রহের দিক দিয়ে ছাড়িয়ে যান মুশফিক। এদিন নিজের তৃতীয় টেস্ট ডাবল সেঞ্চুরির দেখাও পেয়ে যান। এরপরই অবশ্য ইনিংস ঘোষণা করে দেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩১৮ বলে ২৮ চারে ২০৩ রানে অপরাজিত থাকেন অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

এই টেস্টের আগে মুশফিক খেলেন ৬৯ টেস্ট। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংস শেষে মুশফিকের টেস্ট রান সংখ্যা ৪ হাজার ৪১৩।

অপরদিকে ৫৯ টেস্ট ও জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংস শেষে তামিম ইকবালের রান সংখ্যা ৪ হাজার ৪০৫ এ।

মুশফিক ও তামিমের পরেই অবস্থান করছেন সাকিব আল হাসান। ২০০৭ সালে সাদা পোশাকে অভিষেকের পর সাকিব খেলেছেন ৫৬ টেস্ট (১০৫ ইনিংস)। যেখানে ব্যাট হাতে সাকিব আল হাসানের রান সংখ্যা ৩৮৬২।

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক :

মুশফিকুর রহিম : ৪৪১৩ রান, ৭০ ম্যাচ-(১৩০ ইনিংস)

তামিম ইকবাল : ৪৪০৫ রান, ৬০ ম্যাচ-(১১৫ ইনিংস)

সাকিব আল হাসান : ৩৮৬২ রান, ৫৬ ম্যাচ-(১০৫ ইনিংস)

হাবিবুল বাশার : ৩০২৬ রান, ৫০ ম্যাচ-(৯৯ ইনিংস)

মুমিনুল হক : ২৮৬০ রান, ৪০ ম্যাচ-(৭৪ ইনিংস)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ