Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ দলীয় সংগ্রহ বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ৬:৩৪ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ সংগ্রহ দাঁড় করালো বাংলাদেশ। আজ মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ১৫৪ ওভারে ৬ উইকেটে ৫৬০ রান করে বাংলাদেশ। টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে এটিই সর্বোচ্চ দলীয় রান।
এর আগে এই ভেন্যুতেই ২০১৮ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ দলীয় ৭ উইকেটে ৫২২ রান করেছিল বাংলাদেশ। আজ সেটি ভেঙ্গে গেল।

টেস্ট ক্রিকেটে এক ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান ১৯৬ ওভারে ১০ উইকেটে ৬৩৮ রান। ২০১৩ সালের মার্চে গল টেস্টে শ্রীলংকা বিপক্ষে নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান করেছিল বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ