Inqilab Logo

মঙ্গলবার , ৬ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৬ যিলক্বদ ১৪৪৪ হিজরী

সাভারে জাতীয় স্মৃতিসৌধের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, সাভার | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ৪:২৬ পিএম

ঢাকার সাভারের মহাসড়ক সংলগ্ন জাতীয় স্মৃতিসৌধের সামনে অবৈধ ভাবে গড়ে ওঠা আঁধাপাকা প্রায় ত্রিশটি স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। 

সোমবার সকাল থেকে শুরু হওয়া দুই দিন ব্যাপী উচ্ছেদ অভিযানের প্রথম দিনের নেতৃত্ব দেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকী।
সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যুগ্ম সচিব মাহবুবুর রহমান ফারুকী জানান, ঢাকা-আরিচা মহাসড়কের জাতীয় স্মৃতিসৌধের মত গুরুত্বপূর্ণ এলাকায় দীর্ঘ দিন ধরে বেশ কিছু অবৈধ স্থাপনা নির্মাণ করে জনগণের চলাচলের পথে বাঁধা সৃষ্টি করা হচ্ছিল। এরই প্রেক্ষিতে সড়ক উন্নয়নের জন্য অভিযান পরিচালনা করে এসব স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
সড়ক উন্নয়ন জন্য জাতীয় স্মৃতিসৌধ থেকে মানিকগঞ্জের পাটুরিয়াঘাট পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশের সমস্ত অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলেও জানান তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় স্মৃতিসৌধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ