Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানবী সা. এর রাষ্ট্রাদর্শই বিশ্বশান্তি নিশ্চিত করতে পারে-২

মুনশী আবদুল মাননান | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

আউস ও খাজরাজ গোত্রদ্বয়কে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার পাশাপাশি মুহাজির ও আনসারদের মধ্যে ভাতৃবন্ধন সুদৃঢ় করার পর মহানবী সা. মদীনাকে একটি রাষ্ট্রসংগঠনের আওতায় আনার দিকে মনোযোগ প্রদান করেন। মদীনার নিরাপত্তা, সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় এই রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প ছিল না। মদীনায় তৎকালে তিন শ্রেণীর লোক বসবাস করত। ১. আদিম পৌত্তলিক সম্প্রদায় ২. বহিরাগত ইহুদী সম্প্রদায় এবং ৩. নবদিক্ষিত মুসলিম সম্প্রদায়। এই তিন সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস, চিন্তা ও আদর্শগত কোনো মিল ছিল না। দ্বিতীয়ত: শুরুতে মুসলিমদের ব্যাপারে ওই দুই সম্প্রদায়ের বিদ্বেষ বা হিংসা না থাকলেও অত্যল্পকালের মধ্যেই তারা মুসলিমদের সম্পর্কে বৈরি মনোভাবাপন্ন হয়ে পড়ে।

এমতাবস্থায়, পরস্পরবিরোধী আদর্শের তিন সম্প্রদায়ের মধ্যে সাধারণ ঐক্য ও সম্পর্ক প্রতিষ্ঠা সম্ভবপর না হলে মদীনাকে নতুন রাষ্ট্রসংগঠনের আওতায় আনা অসম্ভব হয়ে উঠতে পারে। এই প্রেক্ষাপটে নবী করিম সা. ত্রিপক্ষীয় আলোচনা সভার আয়োজন করেন এবং সেই সভায় তার লক্ষ্য এবং মদীনার স্বার্থের কথা ব্যক্ত করেন। তিনি সকল পক্ষের সম্মতিক্রমে একটি সমঝোতাপত্র বা সনদ লিপিবদ্ধ করান এবং তাতে তিন পক্ষই স্বাক্ষর করে।

সনদের প্রথমেই আছে মুহাজির, আনসার ও অপরাপর মুসলিমগণের সম্পর্ক, অধিকার, দায়িত্ব, বিচার ব্যবস্থা ইত্যাদি বিষয়। এসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ভার মুসলিমদের ওপর দেয়া হয়। এরপর কতিপয় পৌত্তলিক সম্প্রদায়ের নামোল্লেখসহ তাদের পূর্ণ স্বাধীনতা স্বীকৃত হয়। অতঃপর সকল সম্প্রদায়ের জন্য কতগুলো নীতি নির্দেশ প্রদান করা হয়। ইবনে হিশামের মতে, এগুলো হলো :

কোনো গোত্র বা সম্প্রদায় শত্রু দ্বারা আক্রান্ত হলে সকলে সমবেত শক্তিতে তা প্রতিহত করবে।
কেউ কোরাইশ গোত্রের সঙ্গে গোপন চুক্তিতে আবদ্ধ হবে না, তাদের কাউকেই আশ্রয় দেবে না এবং তাদের দুষ্ট সংকল্পে সহায়তা করবে না।

মদীনা আক্রান্ত হলে সকলে সমবেতভাবে আক্রমনকারীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে এবং প্রত্যেক সম্প্রদায় যুদ্ধব্যয় নিজে বহণ করবে।
সকল সম্প্রদায় স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করবে। কেউ তাতে হস্তক্ষেপ করবে না।
ব্যক্তির অপরাধের জন্য গোত্র বা সম্প্রদায়ের অধিকার খর্ব হবে না। ব্যক্তিগত অপরাধ হিসেবে তার বিচারের ব্যবস্থা হবে।

মদীনায় নরহত্যা নিষিদ্ধ।
শোণিত পণ পূর্বের মতো বহাল থাকবে।
উৎপীড়িতকে রক্ষা করতে হবে।
প্রত্যেক সম্প্রদায়কে মিত্রপক্ষসমূহের অধিকার রক্ষা করতে হবে।

মুসলিমদের সম্পর্কে বলা হয়, তারা অন্য সম্প্রদায়ের প্রতি সদয় ব্যবহার করবে, তাদের মঙ্গলের চেষ্টা করবে, অনিষ্টের সংকল্প করবে না। এই সঙ্গে এ সিদ্ধান্তও হয় যে, মুহাম্মাদ সা. এই সমাজ ব্যবস্থার প্রধান হবেন এবং সকল বিরোধ সাধারণভাবে মীমাংসা না হলে মীমাংসার ভার তার ওপর ন্যস্ত হবে। তিনি আল্লাহর বিধান মতে, মীমাংসা করবেন। এই সনদের ভিত্তিতে আল্লাহর রাসূল সা.-এর নেতৃত্বে একটি সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা মদীনায় প্রতিষ্ঠিত হয়, যাকে আদর্শ রাষ্ট্র বা ইসলামী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইতিহাস। ইসলামে ন্যায়বিচার, উদারতা, সাম্য, পরমতসহিষ্ণুতা, অসাম্প্রদায়িতা কতটা গুরুত্ব লাভ করেছে, এই সনদ তার প্রমাণ।

এই সনদের ওপর ভিত্তি করে কোনো সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠলে তার শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও বিকাশ অবধারিত। আসলে বিশ্বব্যাপী বিভিন্ন সমাজ ও রাষ্ট্রে যে অশান্তি, সন্ত্রাস, অনাচার, জুলুম ও বৈষম্য চলছে, মহানবীর মদীনা রাষ্ট্রের আদর্শে রাষ্ট্র গড়ে উঠলে তা থাকবে না, এটা নিশ্চিত করেই বলা যায়।



 

Show all comments
  • সাইফ ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ৫:০৯ এএম says : 0
    জনাব লেখক সাহেব এবং ইনকিলাব সংশ্লিষ্ট সকলকে আল্লাহ্‌ এর উত্তম প্রতিদান অবশ্যই দেবেন। এবং আমাদেরকে এই প্রয়াশ থেকে বোঝার এবং মানার তৌফিক প্রধান করুণ এবং ব্যক্তি গত, পারিবারিক, সামাজীক ও রাষ্ট্রীয় জীবনে এর প্রতিফলন ঘটানোর তৌফিক প্রধান করুণ।
    Total Reply(0) Reply
  • তোফাজ্জল হোসেন ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ৫:০৯ এএম says : 0
    মদীনা সনদ মদীনায় জনকল্যাণমূলক আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার ড়্গেত্রে লিখিত সংবিধানের আইনগত মর্যাদা লাভ করে।সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার সুবিধার্থে তথা প্রশাসনিক কর্মকান্ড সুসম্পন্ন করার লড়্গ্যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা•) মদীনা রাষ্ট্রের প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করেন। এতদুদ্দেশ্যে তিনি ১৯টি স্তর বিশিষ্ট একটি সুশৃঙ্খল প্রশাসনিক কাঠামো মদীনাবাসীকে উপহার দেন।
    Total Reply(0) Reply
  • দাউদ আল নাসিম ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ৫:১০ এএম says : 0
    ৬১০ ঈসায়ী সালে নবুয়ত প্রাপ্তির পর মহানবী (সা•) মক্কাকেন্দ্রিক জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়ন এবং দাওয়াতের মাধ্যমে আদর্শিক প্রচার-প্রসারমূলক কর্মকান্ড অব্যাহত রাখেন। কিন্তু মক্কার বৈরি পরিবেশ, কায়েমী স্বার্থবাদীদের প্রচণ্ড বিরোধিতা, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও গোত্রপতিদের অসহযোগিতা, সর্বোপরি জীবনের প্রতি চরম হুমকি প্রভৃতি কারণে তিনি আল আক্বাবার শপথের আলোকে মহান আলস্নাহ্‌ রাব্বুল আলামীনের নির্দেশে ৬২২ সালে মক্কা হতে মদীনায় হিজরত করেন। এ সময় মদীনাতে তিন শ্রেণীর জনগোষ্ঠী বসবাস করতো। এরা হচ্ছে-মদীনার আদিম পৌত্তলিক সম্প্রদায়, বহিরাগত ইহুদী সম্প্রদায় এবং নবদীড়্গিত মুসলিম সম্প্রদায়। মহানবী (সা•)-এর হিজরতের অব্যবহিত পরে মদীনায় মুহাজির ও আনসার মিলে মোট মুসলিম সংখ্যা ছিল মাত্র কয়েকশ’। পক্ষান্তরে এ সময় মদীনা নগরীর মোট জনসংখ্যা ছিল আনুমানিক দশ হাজার, যার প্রায় অর্ধেকই ছিল ইহুদী।
    Total Reply(0) Reply
  • জোহেব শাহরিয়ার ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ৫:১০ এএম says : 0
    একটি কথা এ প্রসঙ্গে মনে রাখা প্রয়োজন যে, আমদের প্রিয় রাসূল, বিশ্বনবী, বিশ্ব মানবতার মহান আদর্শ ও মহান শিড়্গক, মহানবী হযরত মুহাম্মদ (সা•)-এর আবির্ভাবকালীন সময়ে তাঁর প্রিয় জন্মভূমি হিজায অঞ্চলসহ সমকালীন বিশ্বের তিনটি মহাদেশ এশিয়া, ইউরোপ ও আফ্রিকা ছিল রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, নৈতিক, সাংস্কৃতিক ইত্যাদি সকল দিক দিয়ে পশ্চাপদতা ও পঙ্কিলতায় পরিপূর্ণ। মানবিক মূল্যবোধের বিকাশ এবং ব্যক্তিত্ব গঠনে সহায়ক কোন উপাদন তখন বিদ্যমান ছিল না। অপর দিকে হিজাযের আশপাশের নিকটবর্তী ও দূরবর্তী দেশসমূহ, যেমন-পারস্য, রোম, মিশর, ইথিওপিয়া প্রভৃতি অঞ্চলে তখন রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল।
    Total Reply(0) Reply
  • কাজী হাফিজ ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ৫:১০ এএম says : 0
    সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসূল হযরত মহাম্মদ (সা•) মদীনা সনদের আলোকে মদীনাতে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, মানব জাতির ইতিহাসে এবং রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাসে তা সর্বোত্তম জনকল্যাণমূলক আদর্শ রাষ্ট্রের মর্যাদা লাভ করে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলাম

৩ মার্চ, ২০২৩
২ মার্চ, ২০২৩
১ মার্চ, ২০২৩
২৮ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন