প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমণির কি বিয়ে হয়েছিল? এ প্রশ্ন এখন চলচ্চিত্রাঙ্গণে। বিশেষ করে ফেসবুকে অনিক আব্রাহাম নামে একটি ফেসবুক আইডিতে পীরমণির বিয়ের বিষয়টি দাবি করে স্ট্যাটাস দেয়া এবং যার সাথে বিয়ে হয়েছিলে, তার সাথে পরীমণির কিছু ছবি আপলোড করার বিষয়টি আলোচনার সূত্রপাত করা হয়েছে। গত ৩১ জানুয়ারি সকালে অনিক আব্রাহাম নামে একটি ফেসবুক আইডিতে দাবি করা হয়, পরীমণি তার বন্ধু ইসমাইলের স্ত্রী। তিনি কিছু ছবি শেয়ার করে লিখেন, ‘আমার বন্ধু ইসমাইল আর তার ওয়াইফ সৃতি মনি যে আজ বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি, এক সময় ভোলা সদরেই থাকতো তার জামাই বাড়িতে, তারপর তার নেশা গেলো অর্থ আর লোভ- লালসার দিকে, যার জন্য আমার সহজ-সরল বন্ধুকে ত্যাগ করতে দ্বিধাবোধ করলো না, যাই হোক ছবিগুলো দেখে পুরনো দিনের কথা মনে পরে গেল তাই সবার সাথে একটু সেয়ার করলাম।’ এখন এই ছবিগুলো দেখে পাঠকই বিচার করবেন, পরীমণির বিয়ে নিয়ে অনিক আব্রাহামের দাবি সঠিক বা যৌক্তিক কিনা। অবশ্য পরীমণি তার ফেসবুকে এক স্ট্যাটাসে বলেছেন, ছেলেটি তার কাজিন। এতে অনেকেই প্রশ্ন করেছেন, কাজিন হয়েছে তো কি হয়েছে? কাজিনের সাথে কি বিয়ে হতে পারে না? আবার পরীমণি এ কথাও বলেছেন, এরকম ছবি আমার হাজার জনের সাথে আছে। তার এ কথা থেকে কী বোঝা যায়, তা বোধকরি পাঠকদের বুঝতে বাকি থাকে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।