Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়াইহাজারে লাইসেন্স পেল ৩ শতাধিক চালক

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

আড়াইহাজারে শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স পেল ৩ শতাধিক চালক। এই উপলক্ষে গত শনিবার দিনব্যাপী উপজেলা প্রশাসনের উদ্যোগে ও আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স প্রদান কার্যক্রম ও সড়ক পরিবহন আইন ২০১৮ সম্পর্কে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। দুপ্তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিদা মোশাররফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহাকরী কমিশণার (ভূমি) মো. উজ্জল হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি আহাম্মেদুল কবির উজ্জল, বাজবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নাজমুল ইসলাম, যুবলীগ নেতা বাকের ভূঁইয়া ও মোতাহার হোসেন প্রমুখ। সভায় আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের আওতাধীন এলাকার ৩ শতাধিক চালককে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়। অনুষ্ঠানে দুপ্তারা ইউনিয়নের সকল ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যগণ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন জানান, আমরা পুরো উপজেলায় পৌরসভা ও ইউনিয়ন ভিত্তিক এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে ৭টি ইউনিয়নে কাজ শেষ হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চালক

২০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ