রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আড়াইহাজারে শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স পেল ৩ শতাধিক চালক। এই উপলক্ষে গত শনিবার দিনব্যাপী উপজেলা প্রশাসনের উদ্যোগে ও আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স প্রদান কার্যক্রম ও সড়ক পরিবহন আইন ২০১৮ সম্পর্কে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। দুপ্তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিদা মোশাররফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহাকরী কমিশণার (ভূমি) মো. উজ্জল হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি আহাম্মেদুল কবির উজ্জল, বাজবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নাজমুল ইসলাম, যুবলীগ নেতা বাকের ভূঁইয়া ও মোতাহার হোসেন প্রমুখ। সভায় আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের আওতাধীন এলাকার ৩ শতাধিক চালককে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়। অনুষ্ঠানে দুপ্তারা ইউনিয়নের সকল ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যগণ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন জানান, আমরা পুরো উপজেলায় পৌরসভা ও ইউনিয়ন ভিত্তিক এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে ৭টি ইউনিয়নে কাজ শেষ হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।