বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পবিত্র কুরআন সুন্নাহ’র ভিত্তিতেই জীবন গড়তে হবে। কুরআন চর্চার মাধ্যমে সমাজে আলোকিত মানুষ তৈরি হবে। কুরআনের প্রতি মহব্বত বাড়াতে পারলেই দুনিয়া ও আখেরাতে কল্যাণ লাভ করা যাবে। নগরীর মানিকনগরস্থ জামিয়া ইসলামিয়া জহিরুদ্দিন আহমাদ মাদরাসায় ৭ম বার্ষিকী ওয়াজ মাহফিলে শুক্রবার রাতে বেফাকের মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস এসব কথা বলেন। মুফতী মো. জাফর আহমদের সভাপতিত্বে মাহফিলে অন্যান্যের মধ্যে ওয়াজ করেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী আব্দুল হক, মুহাদ্দিস মুশতাকুন্নবী কাসেমী, আল্লামা জুনায়েদ আল হাবীব, আল্লামা নজির আহমেদ, মুফতী মনিরুজ্জামান, মুফতী ইমাদুদ্দিন, মুফতী মাওলানা জুবায়ের আহমাদ ও মাওলানা মেরাজুল হক মাজহারি। এতে মোনাজাত পরিচালনা করেন মুফতী মো. ওমর ফারুক সন্দিপী।
আল্লামা আব্দুল কুদ্দুস বলেন, করোনাভাইরাস একটি আল্লাহর গজব। এই গজব থেকে রক্ষা পেতে হলে সংশ্লিষ্ট দেশে দ্বীনের হাওয়া বেশি বেশি চালু করতে হবে। ইসলাম ও মুসলমানদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তিনি মাদরাসার ছাত্র-ছাত্রীদের দ্বীনী শিক্ষার ওপর বেশি বেশি মেহনত বাড়ানোর ওপরগুরুত্বারোপ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।