Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘরের মাঠে টটেনহ্যামকে ২-১ গোলে হারাল চেলসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ৮:৪৩ পিএম | আপডেট : ৯:০২ পিএম, ২২ ফেব্রুয়ারি, ২০২০

প্রিমিয়ার লিগে চতুর্থ অবস্থান ধরে রাখতে জয়টা খুবই প্রয়োজন ছিল চেলসির। আগস্টের পর প্রিমিয়ার লিগে অলিভার জিরুদ করলেন প্রথম গোল। সেই সঙ্গে টটেনহ্যাম হটস্প্যারের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতে ব্লুজরা। প্রথমার্ধে স্বাগতিকদের এগিয়ে রাখেন অলিভার জিরুদ। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন মার্কোস অ্যালেন্সো। শেষ দিকে অ্যান্টনিও রুদরিগারের আত্মঘাতী গোলে টটেনহ্যামের হারের ব্যবধান কমে।

আজ (শনিবার) স্ট্যামফোর্ড ব্রিজে ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্বক ধাঁচে খেলছিল ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল। ম্যাচের দৈর্ঘ্য যথন মাত্র ১৫ মিনিট, তখনই ফরাসি স্ট্রাইকার অলিভার জিরুদের গোলে এগিয়ে যায় চেলসি। জোসে মরিনহোর দল তখন ছিল গোল পরিশোধে মরিয়া। আট মিনিটের ব্যবধানেই টটেনহ্যামের হ্যারি উইঙ্কস দেখেন হলুদ কার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। ৫৮ মিনিটের মাথায় মার্কোস অ্যালেন্সোর গোলে লিড বাড়ায় দলটি। ম্যাচ গড়াচ্ছিল নিশ্চিত জয়ের পথে। কিন্তু ম্যাচের ৮৯ মিনিটে অ্যান্টনিও রুদরিগারের আত্মঘাতি গোলে ব্যবধান কমায় জোসে মরিনহো শিবির। কিন্তু শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে চেলসি।

এই জয়ের পর ২৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ অবস্থান পোক্ত করল চেলসি। সমান সংখ্যক ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টটেনহ্যামের অবস্থান পাঁচ। এক ম্যাচ কম খেলে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ