Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন পাঁচটি গানের মিউজিক ভিডিও নিয়ে আসছেন রেশমি মির্জা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

রেশমি মির্জা নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যে ভিন্ন ঘরানার গান গেয়ে নিজের আলাদা একটি অবস্থান তৈরী করেছেন। ২০১২ সালে অনুষ্ঠিত রিয়েলেটি শো ‘পাওয়ার ভয়েজ’র শীর্ষ দশে ছিলেন তিনি। তার প্রথম মৌলিক গান ছিলো ‘নিন্দুকের মুখে পড়–ক ছাই’। গানটি লিখেছিলেন ইফতেখার সুজন এবং সুর সঙ্গীত করেছিলেন মীর মাসুম। পরবর্তীতে একটি প্রতিষ্ঠান থেকে তার নয়টি গান’সহ প্রথম একক অ্যালবাম ‘রেশিম ও মাটি’ প্রকাশিত হয়। এবার অ্যালবামের পাঁচটি গানের মিউজিক ভিডিও করে টিএম মিউজিক থেকে প্রকাশ করতে যাচ্ছেন। পাঁচটি গানের তিনটির মিউজিকব ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন এলান এবং দুটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। রেশমি মির্জা বলেন, ‘আমার প্রথম অ্যালবামের যে পাঁচটি গান মিউজিক ভিডিও আকারে প্রকাশ হতে যাচ্ছে, প্রত্যেকটি গান নিয়েই আমি খুব আশাবাদী। যত্নে করা হয়েছে প্রত্যেকটি গান। যারা গানগুলোর জন্য সময় দিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। গানে আমার আদর্শ শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ, রুনা লায়লা ও সাবিনা ইয়াসিমনি। রেশমি মির্জা ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অ্যাকশান জেসমিন’ সিনেমাতে প্রথম প্লে-ব্যাক করেছিলেন। এরপর আর কোন সিনেমাতেই তার গান গাওয়া হয়ে উঠেনি। তার সর্বশেষ প্রকাশিত গান হচ্ছে জি-সিরিজ থেকে ‘ছুুঁইয়াছি ছুঁইয়াছি’ গানটি। রেশমি মির্জা তার বাবা ওস্তাদ গোলাম রসূলের কাছেই গানে তালিম নিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেশমি মির্জা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ