Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলচ্চিত্রের ১০ গুণী ব্যক্তিত্বকে সংবর্ধনা প্রদান

প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থা আয়োজিত চলচ্চিত্রের ৬০ বছর পূর্তি উপলক্ষে গত ২৮ জানুয়ারি এফডিসির জহির রায়হান কালারল্যাব অডিটরিয়ামে দেশের ১০ জন গুণী ব্যক্তিত্বকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নায়করাজ রাজ্জাক। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি রেজা লতিফ। স্বাগত বক্তব্য দেন মহাসচিব জেড এইচ মিন্টু। ‘তোমাদের কর্ম রবে চিরদিন’ শিরোনামে সংবর্ধনা প্রাপ্তরা হলেন নায়করাজ রাজ্জাক, প্রবীণ প্রযোজক ইফতেখারুল আলম, আবদুল মহিত, এ কে এম জাহাঙ্গীর খান, প্রবীণ চিত্রগ্রাহক আফজাল এইচ চৌধুরী, পরিচালক আমজাদ হোসেন, গাজী মাজহারুল আনোয়ার, মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, ড. মাহফুজুর রহমান ও নায়ক শাকিব খান। সংবর্ধনা প্রদানের আগে সমিতির কার্যালয়ে তাদের প্রত্যেকের বড় পোর্ট্রেট ছবি আজীবন আনুষ্ঠানিকভাবে লাগানো হয়। চলচ্চিত্রের ৬০ বছরে যাদের হারিয়েছে তাদের ছবিও লাগানো হয়েছে। এদের মধ্যে রয়েছেন আবদুল জব্বার খান, খান আতাউর রহমান, এহতেশাম, জহির রায়হান, সাধন রায়, ফজলুল হক, আহমদ জামান চৌধুরী, সুমিতা দেবী, আনোয়ার হোসেন, মোশাররফ হোসেন চৌধুরী, বশির হোসেন, কিউ এম জামান প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্রের ১০ গুণী ব্যক্তিত্বকে সংবর্ধনা প্রদান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ