Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিজয়-রাব্বির ব্যাটে দক্ষিণাঞ্চলের তিনশ

বাংলাদেশ ক্রিকেট লিগ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ৫:২০ পিএম

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে পূর্বাঞ্চলের বিপক্ষে প্রথম দিন শেষে এনামুল হক বিজয় ও ফজলে মাহমুদ রাব্বির হাফসেঞ্চুরিতে ছয় উইকেটে ৩০৫ রান সংগ্রহ করেছে দক্ষিণাঞ্চল। হাফ সেঞ্চুরি পেয়েছেন দক্ষিণাঞ্চলের দুই ওপেনার। আজ (শনিবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় দক্ষিণাঞ্চল। দেখেশুনে খেলে শত রানের জুটি গড়ে দলটির দুই ওপেনার এনামুল ও রাব্বি।

হাফ সেঞ্চুরিরও দেখা পান তারা। দুজনই সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে আউট হন। ৭৬ রানে থাকা বিজয় রান আউটের শিকার হন। এরপর ৮৬ রানে থাকা রাব্বি ফিরে যান সাকলাইন সজিবের বলে ইমরুল কায়েসকে ক্যাচ দিয়ে। দুজনের উদ্বোধনী জুটি টিকেছে ১৩৬ রান পর্যন্ত।

আল আমিন ও শামসুর রহমান শুভ রান বাড়ানোর চেষ্টা করেন। দলের রান দুইশ পার হতেই রুয়েল মিলার তোপের মুখে পরেন আল আমিন। ফিরে যান ৩৯ রানে।

চলমান জিম্বাবুয়ে সিরিজে বাদ পড়া মাহমুদউল্লাহ রিয়াদ ফিরে যান মাত্র এক রান করে। থিতু হতে পারেননি উইকেটরক্ষক নুরুল হাসান সোহানও। ব্যক্তিগত ১৮ রানে রুয়েল মিয়ার দ্বিতীয় শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়েন তিনি।

দেখেশুনে খেলা শামসুরের সঙ্গে এরপর যোগ দেন মেহেদী হাসান। তুলনামূলক আগ্রাসী ভঙ্গিমায় খেলে ৩৫ বলে ৩৬ রান করে আফিফ হোসেনের বলে ফিরে যান তিনি। দিন শেষে শুভ অপরাজিত আছেন ৩৭ রানে। তাঁর সঙ্গী ফরহাদ রেজা আছেন ৮ রানে।

সংক্ষিপ্ত স্কোর :

দক্ষিণাঞ্চল ১ম ইনিংস : ৮৮ ওভারে ৩০৫/৬ (রাব্বি ৮৬, বিজয় ৭৬; আল আমিন ৩৯; রুয়েল ২/৫৮)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ