নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত জয় তুলে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ। থাইল্যান্ডের মেয়েদের মাত্র ৭৮ রানে আটকে দিয়ে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে তারা। আজ (শনিবার) পার্থে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে থাইল্যান্ড। তবে ব্যাটিংয়ে নেমে ক্যারিবিয়ান বোলারদের তোপে শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে থাইল্যান্ডের মেয়েরা। শেষ পর্যন্ত অলআউট না হলেও স্কোরবোর্ডে ৯ উইকেটে ৭৮ রানের বেশি তুলতে পারেনি তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন নান্নাপাত কনচারোয়েঙ্কাই। নারুয়েমল চাইওয়াই করেন ১৩ রান। ক্যারিবিয়ান বোলার স্টেফানে টেইলর ৩ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে ২৭ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ৩ ব্যাটসম্যানের দুইজনই সাজঘরে ফেরেন রান আউটের শিকার হয়ে। তবে এরপর আর কোনো অঘটন ঘটতে দেননি দুই ক্যারিবিয়ান ব্যাটসম্যান স্টেফানে টেইলর ও ক্যামবেলে। এ দুইজনের ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৬.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় উইন্ডিজ। টেইলর ২৬ ও ক্যামবেলে ২৫ রানে অপরাজিত থাকেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।