পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের অর্থনীতি ভয়ানক ভঙ্গুর পরিস্থিতির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গবেষণা সংস্থা সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের মধ্যে সরকারি ব্যাংকেগুলোতে খেলাপি ঋণ ৫১ শতাংশ আর বেসরকারি ব্যাংকে ৪৭ শতাংশ। এমন বাস্তবতায়, দেশের অর্থনীতি অসহায় আতঙ্ক ও ভয়ানক ভঙ্গুর পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে।
আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে প্রস্তাবিত ব্যাংকিং কমিশন গঠন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
দেবপ্রিয় বলেন, ব্যাংকিং কমিশন গঠনে, সবার আগে জরুরি রাজনৈতিক সদিচ্ছা, না হলে কমিশন গঠন করেও ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনা যাবে না। এছাড়া, খেলাপি ঋণ কমিয়ে আনার পাশাপাশি পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার ব্যাপারে কমিশনকে স্বাধীন, অন্তর্ভুক্তিমূলক ও বাস্তবতার নিরিখে স্বচ্ছতার সাথে কাজ করারও আহ্বান জানিয়েছে, সিপিডি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।