পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, বিদেশী ভাষার আগ্রাসনে বাংলা ভাষার মর্যাদা রক্ষা হয়নি। সর্বস্তরে বাংলা ভাষা চালু এবং মহান ভাষা আন্দোলনের চেতনায় জালিম সরকারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
তিনি বলেন, ইসলামে মাতৃভাষার গুরুত্ব অপরীসিম। মাতৃভাষা মানব জাতীর অমূল্য সম্পদ।
গতকাল শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে পুরানা পল্টনে আয়োজিত ইসলামে মাতৃভাষার গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে আইএবি মিলানায়তনে অনুষ্ঠিত আলোচনায় সভায় প্রধান বক্তা ছিলেন উত্তর সভাপতি প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ। বক্তব্য রাখেন-দলের আহমদ আবদুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ও দক্ষিণ সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া।
মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, যারা মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করতে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন তাদেরকে আজ শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করতে হবে। ভাষা সৈনিকদের মধ্যে যারা জীবিত আছেন তাদেরকে যথাযথ মর্যাদার আসনে ভূষিত করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।