Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ইয়ে হ্যায় আশিকি’তে যোগ দিচ্ছেন নীতি মোহন

প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিন্দাস চ্যানেলে ‘ইয়ে হ্যায় আশিকি’র নতুন একটি মৌসুম শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে গায়ক মোহিত চৌহান এই শোটিতে যোগ দিয়েছেন। সর্বশেষ কাস্টিংয়ে যোগ হল আরেক গায়িকা নীতি মোহনের নাম।
নীতি আর মোহিত প্রাথমিকভাবে সিরিজটির সূচনা সঙ্গীতে কণ্ঠ দেবেন। কিন্তু এই শেষ নয়। তারা সিরিজের বিভিন্ন পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকায় অংশ নেবেন।
নীতি বলেন, “আমাকে যখন ‘ইয়ে হ্যায় আশিকি’র সূচনা সঙ্গীতে কণ্ঠ দেয়ার প্রস্তাব দেয়া হয় তখন অনেক পুরনো কথা মনে পড়ে যায়। একটি জনপ্রিয় রিয়েলিটি শোয়ের বিজয়ী দলের সদস্য হিসেবেই আমি প্রথম প্লেব্যাক করার সুযোগ পেয়েছিলাম। আমি বিশ্বাস করি টিভি খুব শক্তিশালী মাধ্যম কারণ এর মাধ্যমে ভক্তের সংখ্যা বাড়ে। আমি অতীতে মোহিতের সঙ্গে কাজ করেছি তাই আমাদের বন্ধুত্ব আছে। আশা করি আমাদের উপস্থিতি আর গান দর্শক-শ্রোতাদের ভাল লাগবে।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘ইয়ে হ্যায় আশিকি’তে যোগ দিচ্ছেন নীতি মোহন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ