নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সম্প্রতি ভারত ও পাকিস্তানে টানা তিন টেস্ট ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ক্রিকেটের লম্বা সংস্করণে ভীষণ খারাপ সময়ের মধ্যে মুমিনুল হকরা। জিম্বাবুয়ের বিপক্ষে সাম্প্রতিক ইতিহাস আশা জাগানিয়া হলেও গত কয়েক সিরিজের পারফরম্যান্স ভাবিয়ে তুলছে। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক অবশ্য সব চাপ সরিয়ে জিততে মরিয়া।
আগামীকাল (শনিবার) শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে টেস্টের আগে সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘প্রতেকটা সিরিজে আমরা খেলতে নামি জয়ের জন্য। এটা জিম্বাবুয়ে হোক কিংবা অস্ট্রেলিয়া...। আন্তর্জাতিক ম্যাচে চাপমতো থাকবেই। এই চাপ না নিলে আসলে ভালো করা যাবে না। আমরা প্রত্যেকেই ভালো ক্রিকেট খেলতে উন্মুখ। অনুশীলন সেশনেও শেষ ৪-৫ দিন ধরে সেভাবেই প্রস্তুতি নিয়েছি। অবশ্যই আমরা আশাবাদী, সঙ্গে বিশ্বাসও আছে। ইনশাল্লাহ আগামীকাল ভালো ক্রিকেট খেলতে পারবো।'
একটি জয়ই বাংলাদেশের ড্রেসিংরুমের চিত্র পাল্টে দিতে পারে। জিম্বাবুয়ের বিপক্ষে সেই জয়ের খোঁজেই বাংলাদেশ অধিনায়ক, ‘আমরা যদি ম্যাচটি জিততে পারি, দলের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। আমরা যে দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা কাটিয়ে ওঠা যাবে। আশা করি আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব।’
পাকিস্তানের বিপক্ষে টেস্টে মুশফিকুর রহিম ছিলেন না, সাকিব আল হাসান নেই গত তিন টেস্টে। এই অবস্থায় মিডল অর্ডারে খুব ভুগতে হচ্ছে বাংলাদেশকে। মুশফিক ফেরাতে চাপ কিছুটা হলেও কমবে বলে মনে করেন মুমিনুল, ‘একটা দলে সিনিয়র ক্রিকেটার না থাকা মানে দুশ্চিন্তায় থাকা। ওই হিসাবে চিন্তা করলে মুশফিক ভাই আসছে, অধিনায়ক হিসেবে অনেক বেশি স্বস্তিদায়ক আমার জন্য।’
গত চার টেস্টে বাংলাদেশের কোনও ব্যাটসম্যান পাননি সেঞ্চুরি। ফলে স্কোরবোর্ড সমৃদ্ধ হয়নি। হতাশা কাটিয়ে ব্যাটসম্যানের বড় ইনিংসের প্রত্যাশা বাংলাদেশ অধিনায়কের, ‘ক্রিকেটারদের মাঝে মাঝে একটু খারাপ সময় যায়। দল হিসেবে আমরা ভালো জায়গায় নেই। ইনশাল্লাহ এটা কাটিয়ে উঠতে পারব। আর কথা দিচ্ছি, শিগগিরিই আমরা কেউ ১০০, ২০০ কিংবা ৩০০ করব!’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।