নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজন করছে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আসন্ন এই সিরিজে এশিয়া একাদশের হয়ে খেলবেন বিরাট কোহলিসহ ভারতের চার ক্রিকেটে।
বিসিবি কর্তৃক আয়োজিত এ ম্যাচ দুটি আন্তর্জাতিক স্বীকৃতি পাবে। ম্যাচ দুটির জন্য বিসিসিআইয়ের কাছে পাঁচজন ভারতীয় ক্রিকেটার চেয়েছিল বিসিবি। তবে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বিসিবির কাছে চারজনের নাম পাঠিয়েছে। এ চারজন হলেন- ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, ওপেনার শেখর ধাওয়ান, পেসার মোহাম্মদ শামি ও স্পিনার কুলদীপ যাদব। সংবাদ মাধ্যম আইএএনএসের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।
টাইমস অফ ইন্ডিয়া জানায়, ‘ওই সময় ফ্রি থাকবেন কারা সেসব চিন্তা করেই সৌরভ গাঙ্গুলি ওই চার ক্রিকেটারের নাম পাঠিয়েছে বিসিবিকে।’ সূত্রের বরাত দিয়ে তারা আরও জানায়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি তালিকা দরকার। আমরা তাই বিসিসিআইয়ের পক্ষ থেকে চারজন ক্রিকেটারের নাম পাঠিয়েছি।’
এশিয়া একাদশে ভারতীয় চারজন ছাড়াও বাংলাদেশ থেকে চারজন ক্রিকেটারের খেলার কথা রয়েছে। এ ব্যাপারে এখনো চূড়ান্ত কিছু জানায়নি বিসিবি। তবে থাকছে না কোনো পাকিস্তানি ক্রিকেটার। শ্রীলঙ্কা ও আফগানিস্তান থেকে নেওয়া হবে এশিয়া একাদশের বাকি ক্রিকেটারদের।
উল্লেখ্য, ইতোমধ্যেই ম্যাচ দুটির সূচি ঘোষণা করেছে বিসিবি। আগামী ১৮ ও ২১ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মুজিব হান্ড্রেড টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।