Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাষা শহীদ আবদুল জব্বারের বাড়িতে মানুষের ঢল

মুহাম্মদ আতিকুল্লাহ, গফরগাঁও থেকে | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ভাষা শহীদ আবদুল জব্বারের ছেলে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাদলের হাতে সম্মাননা তুলে দিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুব-উর-রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন (বাদল)। এতে আরও বক্তব্য রাখেন ভাষা শহীদ আবদুল জব্বারের ছেলে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাদল, রাওনা ইউপি চেয়ারম্যান মো. সাহাবুল আলম প্রমুখ।
গতকাল শুক্রবার সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার ভাষা শহীদ আবদুল জব্বারের জন্মস্থান জব্বারনগর গ্রামের বাড়িতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয়।
গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুব-উর-রহমান জানান, এখানে চাকরি করে সকলের সহযোগিতায় পাচ্ছি ও নিজেকে গর্ববোধ মনে করছি। তবে প্রতি বছর সরকারি মূল কর্মসুচি ভাষা শহীদ আবদুল জব্বারের গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতা এবারেও সকলের সহযোগিতায় ভালোভাবে অনুষ্ঠান করতে পেরেছি।
এ ছাড়াও আবদুল জব্বারের বাড়িতে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পতর্বক অর্পন করেন, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের ফাহমী গোলন্দাজ বাবেল এমপির পক্ষে উপজেলা চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন (বাদল), গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুব-উর-রহমান, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের হাজার হাজার শিক্ষার্থী, সর্বস্তরের জনতা। দিনব্যাপী কর্মসুচীর মধ্যে ছিল, ভোর ছয়টা প্রভাত ফেরিসহ সর্বস্তরের জনতার শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন। এর আগে বৃহস্পতিবার রাত ১২-০১ মিঃ একুশের প্রথম প্রহরে পুস্পস্তর্বক অর্পন করা হয়। দিন যতই যাচ্ছে ততই ভাষা শহীদ আবদুল জব্বারের বাড়িতে হাজার হাজার জনতার আগমণ বেড়েই চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাষা শহীদ

১১ ফেব্রুয়ারি, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২২
১৯ ফেব্রুয়ারি, ২০২২
১৮ ফেব্রুয়ারি, ২০২২
১৭ ফেব্রুয়ারি, ২০২২
১৬ ফেব্রুয়ারি, ২০২২
১৫ ফেব্রুয়ারি, ২০২২
১৪ ফেব্রুয়ারি, ২০২২
১৩ ফেব্রুয়ারি, ২০২২
১২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ