নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগামীকাল (শনিবার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে সিরিজের একমাত্র টেস্ট। সকাল সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচটি। সিরিজের একমাত্র টেস্টের জন্য টিকেটের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ৫০ ও সর্বোচ্চ ৫০০ টাকায় পাওয়া যাবে টেস্টের টিকেট।
গ্র্যান্ড স্ট্যান্ডের দাম রাখা হয়েছে সর্বোচ্চ ৫০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকেটের মূল্য ৩০০ টাকা। ক্লাব হাউজের টিকেটের মূল্য ২০০ টাকা। সাউদার্ন এবং নর্দার্ন স্ট্যান্ডের টিকেটের মূল্য ৮০ টাকা। আর ইস্টার্ন স্ট্যান্ডের টিকেটের মূল্য ৫০ টাকা। এটিই টেস্টের সর্বনিম্ন মূল্য।
আজ (শুক্রবার) থেকে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে টেস্ট ম্যাচের টিকেট দেয়া শুরু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।