Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একটি জয় পুরো পরিস্থিতি পাল্টে দিবে : মুমিনুল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ৮:২২ পিএম

টেস্ট টানা ছয় ম্যাচ হারে যে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে তা দূর করতে একটি জয় খুব বেশি দরকার বলে মন্তব্য করেছেন বড় ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হওয়া টেস্টে মুমিনুলের নেতৃত্বে খেলবে বাংলাদেশ। এই টেস্টে জয়ই প্রধান লক্ষ্য।

সিরিজের একমাত্র টেস্টের আগে আজ (শুক্রবার) মুমিনুল বলেন, ‘আমি মনে করি, যদি আমরা ম্যাচটি জিততে পারি, তবে পুরো চিত্রই পাল্টে যাবে। টানা ছয় হার নিয়ে আমি মোটেও ভাবছি না। আমাদের যে খারাপ সময় যাচ্ছে, তা নিয়েই আমি বলছি। এই মূর্হুতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, খারাপ সময়টি শেষ করা।’

তিনি আরও বলেন, ‘আমরা আশাবাদি, খারাপ সময় শেষ হবে এবং ছেলেরা যেভাবে অনুশীলন করছে সেখান থেকেই আত্মবিশ্বাসী হচ্ছি। তারা বদ্ধপরিকর নিজেদের প্রমানের।’

মুমিনুল টেস্ট দলের নেতৃত্ব নেয়ার পর টানা তিন ম্যাচ হেরেছে বাংলাদেশ। সবগুলোই ইনিংস ব্যবধানে। তাই অধিনায়ক নিজে স্বীকার করতে না চাইলেও, তার উপর চাপ ঠিকই রয়েছে। মোমিনুল বলেন, ‘আমরা খেলতে নামি, আমাদের প্রধান লক্ষ্যই থাকে ম্যাচ জয়। প্রতিপক্ষ যেই হোক-না কেন, অস্ট্রেলিয়া বা জিম্বাবুয়ে, আন্তর্জাতিক ক্রিকেট হলোই- চাপ। সেই চাপের সাথে মানিয়ে নিতে হবে। আমার দৃঢ় বিশ্বাস সবাই ভালো ক্রিকেট খেলতে মরিয়া। চাপ কোন চিন্তার বিষয় নয়।’

দুভার্গ্যজনকভাবে, অধিনায়ক হবার পর দলের সিনিয়র খেলোয়াড়দের একসাথে কোন ম্যাচেই পাননি মুমিনুল। এবারও দলে নেই মাহমুদুল্লাহ। পাকিস্তান সফরে না যাওয়া মুশফিকুর রহিম দলে ফিরেছেন।

মুশফিক দলে ফেরায় মুমিনুল অনেকটাই চিন্তা মুক্ত। মুশফিকের ফিরে আসায়, দলের আত্মবিশ্বাস বাড়বে বলে মন্তব্য করে মুমিনুল, ‘অধিনায়ক হিসেবে যদি একসাথে কোন সিনিয়র খেলোয়াড়কে দলে না পান, তবে অস্বস্তি বোধ করবেন। তাই মুশফিকের ফিরে আসাটা স্বস্তির বিষয়। তার ফিরে আসাটা আমাদের ব্যাটিংকে শক্তিশালী করেছে এবং আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ