নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সফরকারি জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজ। আগামীকাল (শনিবার) মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।
সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। টেস্টের অবস্থা আরও করুণ। ধারাবাহিকতার অভাব রয়েছে দলের ব্যাটসম্যানদের মধ্যে। বোলিং আক্রমণও যথেষ্ট ঘাটতি রয়েছে। শেষ ছয় টেস্টের সবগুলোতেই হেরেছে মুমিনুল-তামিমরা। এর মধ্যে ৫টিতে আবার ইনিংস ব্যবধানে হার। তাই এই হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে জিম্বাবুয়েকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে টাইগাররা।
তাদের বিপক্ষে শেষ ৫ টেস্টের চারটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। যদিও ঘরের মাঠে শেষ সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে হারের লজ্জা রয়েছে টাইগারদের। এবারের টেস্ট স্কোয়াডে নেই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। পাকিস্তান সফরে না থাকলেও এই ম্যাচে ফিরছেন মুশফিকুর রহীম। বাদ পড়েছেন পেসার রুবেলও হোসেন। দুই পেসারের সঙ্গে দুই স্পিনার নিয়েই মাঠে নামার সম্ভাবনা টাইগারদের। স্কোয়াডে থাকলেও একাদশের বাইরে থাকছেন মুস্তাফিজ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।