Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হ্যান্ডবল দলের গোলরক্ষকের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ৬:৫৬ পিএম

সড়কে প্রাণ গেল জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানুর রহমান সোহানের। মাত্র ২১ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেছেন এ প্রতিভাবান খেলোয়াড়। আজ (শুক্রবার) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, হোসেনাবাদ বাজারে ইঞ্জিন চালিত নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানুর রহমান সোহান ও রাজ নামে এক যুবক গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর হাসপাতাল ও পরে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে থেকে ঢাকা নেয়ার পথে সোহান মারা যায়।

সোহানের মৃত্যুতে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ যুক্ত বিবৃতিতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, সোহান বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলের হয়ে গত ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিত ১৩তম সাউথ এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন। পাশাপাশি তিনি জাতীয় যুব হ্যান্ডবল দলেরও সদস্য ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ