Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশই চাপে থাকবে : আরভিন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ৬:৩১ পিএম

বাংলাদেশ দল সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে দুটি টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টেও ইনিংস ব্যবধানে হেরেছে। টানা হারতে থাকা দলটি তাই জিম্বাবুয়ের বিপক্ষে চাপে থাকবে বলে মনে করছেন দলটির অধিনায়ক ক্রেইগ আরভিন।

জিম্বাবুয়ের টেস্ট অধিনায়ক আরো মনে করেন, ঘরের মাটিতে খেলায় আরও বেশি চাপে থাকবে বাংলাদেশ। শেষবারের বাংলাদেশ সফরে একটি টেস্ট জিতে নেয় জিম্বাবুয়ে। এ কারণে আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন আরভিন।

আজ (শুক্রবার) মিডিয়াকে বলেন, ‘আপনি যখন ঘরের মাটিতে খেলবেন তখন একটু বেশি চাপে থাকবেন। তাদের সাম্প্রতিক ফর্ম ভালো নয়। এর ওপর তারা স্বাগতিক, তাই তারা আরও বেশি চাপে থাকবে। আমাদের নিজেদের পরিকল্পনায় অটুট থাকতে হবে। বাংলাদেশ বর্তমানে কেমন টেস্ট খেলছে সেটা নিয়ে না ভেবে নিজেদের সামর্থ্যে বিশ্বাস রাখা উচিত।’

ঘরের মাটিতে সাধারণত স্পিন সহায়ক উইকেট বানায় বাংলাদেশ। উইকেট যেমনই হোক, নিজেদের সেরাটা নিঙরে দিতে চায় জিম্বাবুয়ে, ‘বাংলাদেশের উইকেটে সাধারণত কম রান হয়। বাংলাদেশ নিজেদের কন্ডিশনে শক্তিশালী দল। বাংলাদেশে আগেও আমরা অনেকবার এসেছি। আশা করি, ভালো একটি ম্যাচ হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ