Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রিকেটকে বিদায় জানালেন ওঝা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ৪:২৮ পিএম

টেস্টে ২৪ ম্যাচে ১১৩ উইকেট, ওয়ানডেতে ১৮ ম্যাচে ২১ উইকেট ও টি-টুয়েন্টিতে ৬ ম্যাচে ১০ উইকেট শিকার করেন ভারতীয় স্পিনার প্রজ্ঞান ওঝা।

৪৮টি আন্তর্জাতিক ম্যাচে ১৪৪ উইকেট শিকার করেছেন ৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারে। ভারতের জার্সিতে ২০১৩ সালের পর আর খেলার সুযোগ পাননি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘ঐতিহাসিক’ মুম্বাই টেস্টে শেষবারের মতো খেলতে নেমে ৫ উইকেট শিকার করেছিলেন।

প্রজ্ঞান ওঝার ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচটি ঐতিহাসিক তকমা পেয়েছে। এর কারণ সেই টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

শেষবারের মতো বোলিং করতে এসে ড্যারেন স্যামিকে আউট করে পাঁচ উইকেট শিকার করেছিলেন ওঝা। তবু অশ্বিন আর জাদেজার প্রবল প্রতাপে ভারতের জার্সিতে আর খেলতে পারেননি উড়িষ্যার এ স্পিনার। দীর্ঘ ৬ বছর তিন মাস টিম ইন্ডিয়ার হয়ে সুযোগ না পেয়ে অবসর নিলেন ৩৩ বছর বয়সী এ ক্রিকেটার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ