Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেইলরের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ৪:২৭ পিএম

ক্রিকেটে ১০০টির বেশি টেস্ট খেলেছেন, এমন খেলোয়াড় ৬৭ জন। ১০০টির বেশি ওয়ানডে খেলেছেন, এমন খেলোয়াড় ২৬৩ জন। আর সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে শত ম্যাচ খেলেছেন মাত্র তিনজন।

কিন্তু সব সংস্করণে ১০০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, এমন ক্রিকেটারের তালিকায় এতদিন কারও নাম ছিল না। কিন্তু ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম ক্রিকেটার হিসেবে তিন সংস্করণে শততম ম্যাচ খেলার রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের রস টেইলর।

টি-টুয়েন্টি ও ওয়ানডেতে একশ ম্যাচ খেলার রেকর্ড আগেই ছুঁয়ে ফেলেন রস টেইলর। এবার শতকটা হাঁকালেন টেস্টে। এতে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই একশ ম্যাচ খেলার অনন্য রেকর্ডটা এখন কেবল টেইলরের। ২০০৭ সালে ক্রিকেটের টেস্টে অভিষেক হয় টেইলরের। দেশের জার্সি গায়ে জড়িয়ে টি-টোয়েন্টি খেলেছেন ১০০টি আর ওয়ানডে খেলেছেন ২৩১টি।

শুধু ম্যাচ খেলা নয়, পারফরম্যান্স দিয়েই নিউজিল্যান্ড ক্রিকেটে অনন্য উচ্চতায় টেইলর। কিউইদের হয়ে ওয়ানডে (৮৫৭০ রান) ও টেস্টে (৭১৭৪ রান) সবচেয়ে বেশি রান তার। নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে গাপটিল ও ম্যাককালামের পর তৃতীয় সর্বোচ্চ রানের মালিক তিনি। সবশেষ ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ জেতে ৩-০তে। সে সিরিজেও সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন টেইলর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ