প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এক অনলাইন জরিপে জানা গেছে টম হ্যাঙ্কস মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র তারকা।
হ্যাঙ্কস, ৫৯, অভিনীত গত বছরের ফিল্ম ‘দ্য ব্রিজ অফ স্পাইজ’ এবারের অস্কারে ছয়টি মনোনয়ন পেয়েছে। ২,২০০ জন পূর্ণবয়স্কের মাঝে পরিচালিত হ্যারিস পোল নামের এই জরিপে তিনি হলিউডের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে যুক্তরাষ্ট্রে সবচেয়ে জনপ্রিয় হিসেবে বিবেচিত হয়েছেন। তিনি ২০০৩, ২০০৪, ২০০৫ এবং ২০১৩তেও এই তালিকার শীর্ষে ছিলেন।
গত বছরের থেকে দুই ধাপ উপরে উঠে জনি ডেপ হয়েছেন রানার আপ। ২০১৫তে তার অভিনয়ে ‘বø্যাক মাস’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে; এতে তিনি গ্যাংস্টার হোয়াইটি বালজারের ভূমিকায় অভিনয় করেছেন। মজার ব্যাপার হচ্ছে উপরোল্লেখিত দুজনের পারফরমেন্স প্রশংসিত হলেও তারা দুজনই অভিনয়ে অস্কার মনোনয়ন পাননি। গোল্ডেন গেøাবেই তারা একই পরিস্থিতির শিকার হন।
গত বছর ডেনজেল ওয়াশিংটনের কোনও চলচ্চিত্র মুক্তি না পেলেও এবার তিনি তৃতীয় স্থানে আছেন। গত বছর তিনি তালিকায় শীর্ষে ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।