Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাসুল (সা.)’র সুন্নাতই মুসলমানের ঈমানী সম্পদ ফেনীতে আল্লামা মাহমুদুল হাসান

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:২৮ এএম

মুসলমানের ঈমান আকিদা ঠিক রাখতে রাসুল (সা.)'র সুন্নাত মোতাবেক আমল করতে হবে। রাসূলের সুন্নাতের আমলই হবে প্রত্যেক মুসলমানের ঈমানী সম্পদ। দুনিয়াতে আজ মুসলমানদের ঈমানী সম্পদ নষ্ট করার পায়তারা করছে ইহুদী নাসারা গোষ্ঠী। তারা দলবদ্ধ হয়ে মুসলিম জাতির উপর আক্রমণ শুরু করে দিয়েছে। এসব চক্রান্ত মোকাবেলা করার জন্য সকল মুসলমানকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গত বুধবার রাতে ফেনী তানযীমুল মাদারিসিল কাওমিয়্যাহ’র উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের পুরস্কার বিতরণ উপলক্ষে ইসলামী মহাসম্মেলনে প্রধান মেহমানের বক্তব্যে মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান এসব কথা বলেন।
ফেনী জেলা তানযীমুল মাদারিসিল কাওমিয়্যাহ’র সভাপতি শাইখুল হাদীস আল্লামা নুরুল ইসলাম আদীবের সভাপতিত্বে ও মুফতী ইউছুফ কাসেমীর সঞ্চালনায় বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি মিজানুর রহমান সাঈদ, ফেনী তানযীমুল মাদারিসিল কাওমিয়্যাহর সেক্রেটারি মুফতি শহিদুল্লাহ, মুফতি আহমদ উল্লাহ কাসেমী, ফেনী আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. মাহমুদুল হাছান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ